![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আমাদের দেশে হয় ভোটের নাটক
নায়ক ভিলেন করে সেথা যা করার
জনগণ দৃশ্য দেখে কি চমৎকার
মনোরমা মঞ্চনাট্যে নয়ন জুড়ায়।
এমাটিতে জন্মে কত মহাপ্রতারক
যা খুশী সে তারা করে কূ-কর্মে অপার
তাদের নিকট নীতি নিতান্ত অসার
সবার স্বপ্ন তাদের লোভেতে পোড়ায়।
ভোট ক্ষেত্রে সততার নেই কোন দাম
চোর ও ছেঁচড় করে সততা জবাই
সুযোগ পেলেই চলে নিরন্ত অকাম।
এখানে দাপটে আছে দূর্নীতি বালাই
হাওয়া বাতাস নয় ঝড় হয় ভোটে
উল্টা সে ভোটের ঝড়ে কত কিছু ঘটে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
সনেট কবি বলেছেন: ভোটতো কিছুক্ষণ হয়, তারপর কি হয়?
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ভোটের নাটকের নাম ডিগবাজি।
বড় মজার নাটক।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
সনেট কবি বলেছেন: এ বড় হৃদয় বিধারক মজা।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তারপর খেলা হয়। কানামাছি খেলা
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
সনেট কবি বলেছেন: এ খেলার সব খেলোয়াড় বদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভোট নাটক হবেনা। যদি আমরা আমাদের কর্তব্য নিজেরা পালন করি। আমার যদি এলাকার কোন পার্থিকে পছন্দ না হয়। দল দেখে ভোট না দেই। ব্যক্তি কেমন তা দেখে দেই। দেশে এখন ৪০--৫০%মানুষ দল দেখে ভোট দেয়