![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সামু ব্লগে ডার্কম্যান আঁধার মানব
আঁধারে লুকিয়ে থাকা বিপদ দেখেন
সে সব সবার তিনি গোঁচরে আনেন
বেগরে না ঘটে যেন কারো কোন ক্ষতি।
মানব রূপেতে থাকে অনেক দানব
ডার্কম্যান সে সবের মুখোশ খোলেন
যেন না লোকেরা কোন ধোকায় পড়েন
সে ক্ষেত্রে এ ডার্কম্যান করেন সুগতি।
আঁধারে আটকে থাকা স্তব্ধ বোধদয়
আঁধার মানব দেখে আঁধারে অতল
বলে সবে ও পথটা তোমাদের নয়।
অজানা আঁধারে জ্বলে দুঃখের অনল
নিভিয়ে তা’সব চেয়ে সুখী পরিবেশ
ডার্কম্যান চান হোক আনন্দ আবেশ।
ব্লগার ডার্কম্যান
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
মাহমুদুর রহমান বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন।অভিনন্দন দুজনকেই।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
ডার্ক ম্যান বলেছেন: আপনার একটা পোষ্টে সেদিন ফান করে মন্তব্য করেছিলাম বলে আপনি বিষয়টা সিরিয়াসলি নিবেন বলে , আমি কল্পনাও করেনি। আসলে কোন ব্লগারের কোন বই আমি কোনদিন সংগ্রহ করি নি । কারো কোন বই আমার কাছে নাই।
সনেট আমি বুঝি না । তারপরও আপনাকে ধন্যবাদ
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
শুভ কামনা ও ভালবাসা নিরন্তর ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
হাবিব বলেছেন: ভালো লেগেছে সনেটটি......
প্রিয় সনেট কবিকে অভিনন্দন