![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
নিরন্ন মানুষগুলো ক্ষুধায় কাতর
নিরস্ত্র মানব মনে আত্মরক্ষা ভয়
এপৃথিবী যেন কোন দূর্বলের নয়
তাদের আশ্রয় মিলে মিতৃকার তলে।
বিবেক উপরে চাপা রিপুর পাথর
দুরাচার মনে বাড়ে লোভের সঞ্চয়
পরস্ব হরণে তারা হয় নির্দয়
সকলে পরাস্ত হয় তাদের কৌশলে।
কেউ গড়ে অকাতরে ধনের পাহাড়
মানুষ বিস্ময়ে দেখে সম্পদের স্তুপ
কেউ খেয়ে বারে বারে তাদের আছাড়
হতবাক হয়ে থাকে একদম চুপ।
নিরন্তর ব্যাস্ত থেকে সম্পদ লুন্ঠনে
তথাপি আসে না তৃপ্তি রাক্ষসের মনে।
বিঃদ্রঃ কবিতার নাম দিয়েছে আমার গিন্নী।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
হাবিব বলেছেন: সোনায় সোহাগা আপনারা.......
কবিতায় প্লাস
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
ঢাবিয়ান বলেছেন: লোভ ও লালসার কাছে যখন পুরোপুরি বিক্রি হয় মানুষ তখন সে আর মানুষ থাকে না রাক্ষসে পরিনত হয়।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: চাচী খুব সুন্দর নাম দিয়েছেন।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: কি নাম দেব আমি ঠিক বুঝতে পারছিলাম না কি নাম দেব। তখন তাকে জিজ্ঞাস করলে সে নাম ঠিক করে দেয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+