![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ঝলক এবং ঝিলিক দু’জন একত্রে
প্রথম মিলিত হয় মালঞ্চে নির্জন
আনন্দে তখন দোলে দু’জনের মন
দেখে পরস্পরে তারা তরুবন ছায়।
ঝলক ঝিলিকে তোলে কবিতার ছত্রে
আবৃতি শুনায় তাকে, বকুলের বন
দুলে দুলে উঠে যেন সময়ে তখন
ঝিলিকের মনভাসে প্রেমমত্ততায়।
প্রেমের ঝলক দেখে তারা ভালবেসে
অবিরাম ভেসে ভেসে প্রেমের সাগরে
সে প্রেম ঝিলিকে তারা কাছে ছুটে আসে।
রোমাঞ্চ তাদের কাছে আসে বারে বারে
নিজেরে হারায় তারা অপরের মাঝে
বোধশূণ্য হয়ে যেন তারা মাঝে মাঝে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
মুগ্ধ হলাম শ্রদ্ধেয়।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২
সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: কারো মনে দুঃখ দিও না, করো বরং হাজার পাপ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩
সনেট কবি বলেছেন: কারো উপকার করতে পারা উত্তম কাজ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
হাবিব বলেছেন:
ঝলক ঝিলিক ফুলের বনে
ভাবছে বসে মনে মনে
একজন হবে বর,
বউ অন্যজনে।
ঝলক ঝিলিক রাজি
সনেট কবি কাজি
আমি আনলাম গহনা আর
কিছু আতশবাজি।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮
সনেট কবি বলেছেন: কাব্য মন্তব্য চমৎকার হয়েছে।আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি মানুষকে বুঝার শুরু করেছেন
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
সনেট কবি বলেছেন: সব মানুষ মিলেমিশে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ভলো লাগলো
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
নজসু বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন: ভালো হয়েছে