নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আমরা ফেরৎ চাই

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯



হতাশার অন্ধকারে আচ্ছন্ন হৃদয়
হারিয়ে সুখের সব হীরে মতি চুনি
কষ্টের ক্রন্দন রোল দিকে দিকে শুনি
জীবনটা মনে হয় নিতান্ত অসার।
মানুষ পশুর মত হয়েছে নির্দয়
পৃথিবী হয়েছে যেন দুষ্টদের খনি
মানবের ঘাড়ে চঁড়ে রাহু আর শনি
একে একে বন্ধ করে নীতির দুয়ার।

অসহায়ে খানিকটা কেউ ভালবেসে
আবার কি করবেন সুনীতি প্রবল?
মানব উদ্ধারে কোন ত্রাণকর্তা এসে
বিনাশ কি করবেন দুষ্টদের দল?
আমরা ফেরৎ চাই শান্তি সুখ সব
অন্তরের অগ্নি জ্বালা করে অনুভব।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


দুষ্টদের দমন জীবনের অংশ, কেহ কেহ পেরেছেন, কেহ কেহ পারেননি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: দুষ্টদের দমন করতে না পারায় এখন তারাই প্রবল।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

নজসু বলেছেন:



আপনার কবিতার সাথে সহমত পোষণ করছি শ্রদ্ধেয় সনেট কবি।
কবিতায় লাইক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

সনেট কবি বলেছেন: মন্তব্য ও লাইকে নিরন্তর শুভেচ্ছা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আপনা কামনা। সুন্দর কবিতা।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: আপনার উপস্থিতি আমাকে ধন্য করেছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আকুতি ! মানবতার জয় হোক ।
অনেকদিন পর আপনাকে এই ফরম্যাটে পেয়ে ভীষণ খুশি হয়েছি।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭

সনেট কবি বলেছেন: সনেট লেখা অনেক কষ্টের। সে জন্য সহজ পথে হাঁটছি। আপনার উপস্থিতি বরাবরের মতই আনন্দ দায়ক। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.