![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আমাদের বাংলাদেশ সুখের ঠিকানা
মনরমা পরিবেশে, প্রকৃতির চির
অনুপম দানে দেখি, বিমুগ্ধ আঁখির
পরিতৃপ্ত সঞ্চালনে অনন্যা তোমায়।
তোমার আঁচল পাতা মাটির বিছানা
বিশাল বিস্তৃত নয়, সমস্যা গভীর
অনেক সন্তান লয়ে চিন্তায় গম্ভীর
তথাপি শান্তির কোল শ্যামল ছায়ায়।
ঘুমেরা দু’চোখে আসে প্রশান্ত কোমল
স্নেহের পরশ নিয়ে ছড়িয়ে অনেক
সুখের আবেশে ঘিরে মমত্বে নির্মল।
রাত্রি শেষে জেগে উঠা দৃষ্টিতে প্রত্যেক
আলো ঝলমলে দীপ্তি, তারা অনন্তর
দেখে বিরাজে সাজানো সতেজ প্রান্তর।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩
সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য নিরন্তর শুভেচ্ছা। অনেক অনেক শুভকামনা।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
জুন বলেছেন: আমাদের প্রিয় বাংলাদেশ নিয়ে অত্যন্ত আবেগপূর্ণ লেখা কবিতায় মুগ্ধ হোলাম সনেট কবি।
+
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৪
সনেট কবি বলেছেন: আর আপনার স্বদেশ প্রেমে আমি মুগ্ধ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
হাবিব বলেছেন: অনেক ভালো লাগলো সনেট টি
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: অপূর্ব।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজের কবিতা নিজে অনেক দিন পর পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! অনুপম বর্ণনা।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।