|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

শোন ও প্রিয়া
কত যতনে একেছি যে তোমায়
আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরবে এসে দিয়েছ দোলা
মৃদু হাওয়ার মত আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমার ই জীবন
তুমি যে সকল আসার প্রেরনা
ভেঙ্গে দিও না এ মন
কেড়ে নিও না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা
শিল্পীঃ শাফিন আহমেদ
সুর ও সঙ্গীতঃ মাইলস
গীতিকারঃ মাহমুদ খুরশীদ 
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যাশা
সালঃ ১৯৯৩
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:৫৫
২৪ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:৫৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ২৫ শে এপ্রিল, ২০১৪  রাত ১২:৫২
২৫ শে এপ্রিল, ২০১৪  রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন: 
তোমায় করেছি আপন
তুমি আমার ই জীবন
  ২৫ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:০৬
২৫ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:০৬
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
৩|  ২৬ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:২৯
২৬ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: মৃদু হাওয়ার মত ... ঠিক করে দিয়েন,
তাইপে সমস্যা হলে কমেন্টস থেকে কপি পেষ্ট মারেন !
  ২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৬
২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৬
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ ভাইয়া।
৪|  ৩০ শে এপ্রিল, ২০১৪  সকাল ৯:৫৮
৩০ শে এপ্রিল, ২০১৪  সকাল ৯:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: মৃদু হাওয়ার মত আমার এই মনে
 কি জাদু তোমার প্রেমে
 কি জাদু তোমার চোখ
- ধন্যবাদ
  ৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৫৪
৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৫৪
লিরিকস বলেছেন: আপনার ১০ টা পছন্দের গানের তালিকা দিয়েন আমাকে।
ধন্যবাদ।
৫|  ০৩ রা মে, ২০১৪  সকাল ৯:০১
০৩ রা মে, ২০১৪  সকাল ৯:০১
সাইবার অভিযত্রী বলেছেন: ১০ টা পছন্দের গানের তালিকা: কঠিন কাজ ! 
এই পোষ্টে  মন্তব্য আর জবাবগুলো দেখতে পারেন!
  ০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:৫৭
০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:৫৭
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১২:২২
২৪ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১২:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ভীষণ প্রিয় একটা গান। কথাগুলো লিখে দেয়ার জন্য ধন্যবাদ।