নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - আজম খান

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮





রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে

মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে হায় বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।



কত আশা ছিল তাঁর জীবনে

সব স্মৃতি রেখে গেল মরণে।।

মা তাঁর পাশে চেয়ে বসে আছে

হায়রে হায় বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ



কত মার অশ্রু আজ নয়নে

কে তা বোঝাবে বা কেমনে।।

যে চলে যায় সে কি আসে

হায়রে হায় বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।



রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে

মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে হায় বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।













সুর সঙ্গীতঃ আজম খান

অ্যালবামঃ বাংলাদেশ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


গুরুর গানটা খুব প্রিয় একটা গান।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


পপ সম্রাট আজম খানের চমৎকার একটি গান। চালিয়ে জান....

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬

লিরিকস বলেছেন: ১০ টি গান চাই।
চাই।

৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

রাজিব বলেছেন: বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে হয়তো ২০ বছর পর রেললাইনের পাশে কোন বস্তি থাকবে না। হয়তো ৩০ বছর পর এ ধরনের গান তখনকার মানুষের কাছে রুপকথার মত মনে হবে। আজম খান অসম্ভব দরদ দিয়ে এ গানটি গেয়েছেন। নিজের ছোটবেলায় চারপাশে যে দারিদ্র আর কষ্ট দেখেছি তার সঙ্গে এ গান মেলাতে কষ্ট হয় না। আশা করি একদিন বস্তিতে কোন শিশু থাকবে না, বস্তিই থাকবে না।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.