নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

গানেরই খাতায় স্বরলিপি - রুনা লায়লা

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭





গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে

জীবন খাতার ছিন্ন পাতায়

শুধু বেহিসাবে পড়ে রবে।।



মন নিয়ে লুকোচুরি খেলে

কোনদিন যাবে পথে ফেলে।।

ফুরাবে আমার এ গান যবে

আমায় কি গো ডেকে নেবে, জানি

নেবে না, নেবে না, নেবে না।



যে কুড়ায় কাঁচের গুড়ো

পথের ধারে ঘিরে ফেলে

আচঁলে চন্দ্র ঢেকে

সে হয় খুশি পিদিম জ্বেলে।



গান শুনে ভাল লাগে যারে

এত দেখে চিনো নিকো তারে।।

ঠিকানা তোমার বল কবে

সুরের রেখায় একে দেবে, জানি

দেবে না, দেবে না, দেবে না।



গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে

জীবন খাতার ছিন্ন পাতায়

শুধু বেহিসাবে পড়ে রবে।।











শিল্পীঃ রুনা লায়লা

অ্যালবামঃ স্বরলিপি

সুরকারঃ সুবল দাস

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

বছরঃ ১৯৬৯

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস একটা গানের নাইস একটা পোস্ট +++

০১ লা মে, ২০১৪ সকাল ১১:১০

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: খুব প্রিয় একটা গান।

০১ লা মে, ২০১৪ সকাল ১১:১৪

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

খুব প্রিয় একটি গান। সুন্দর পোষ্ট।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৭

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬

রাজিব বলেছেন: দারুণ গান। কি সময়টাই না ছিল বাংলা সিনেমার। উত্তম কুমার ও সুচিত্রা সেন কোলকাতায় তখন দারুণ ফর্মে। আর বাংলাদেশে রাজ্জাক। রাজ্জাক আসলেই আমাদের উত্তম কুমার। গানটি মনে করিয়ে দেয় বাংলাদেশী সিনেমার মান কেমন ছিল।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০০

লিরিকস বলেছেন: আমার দেখা সেরা বাংলাদেশী নায়ক হল রাজ্জাক।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫

মনিরুল হাসান বলেছেন: একটা ছোট তথ্য -

১। প্রশ্ন: তোমার নাম কি রহিম? উত্তর: হ্যাঁ/না।
২। প্রশ্ন: তোমার নাম কী? উত্তর: রহিম/করিম/লিরিকস.. ইত্যাদি।

যেসব প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ/না দিয়ে দেয়া হয় (যেমন - ১ম প্রশ্নে), সেখানে 'কি' বানান 'ি' দিয়ে লিখতে হয়। আর যেসব প্রশ্নে কিছু জানতে চাওয়া হয় (যেমন - ২য় প্রশ্নে), সেখানে 'কী' বানান 'ী' দিয়ে লিখতে হয়।

গানের কথায় ভুল-

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
= গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কী হবে

জীবন খাতার ছিন্ন পাতায়
= জীবন খাতার ছিন্ন পাতা

শুধু বেহিসাবে পড়ে রবে।।
= শুধু বেহিসাবে ভরে রবে।।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
= যে কুড়ায় কাঁচের গুঁড়ো
পথের ধারে ছিঁড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে

এত দেখে চিনো নিকো তারে।।
= এত দেখে চেনোনি কো তারে।।

সুরের রেখায় একে দেবে, জানি
= সুরের রেখায় এঁকে দেবে, জানি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.