নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ বড়ুয়া

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮





বৃষ্টি দেখে অনেক কেঁদেছি

করেছি কতই আর্তনাদ,

দু:চোখের জলে ভাসাবো বলে-

তোমাকে আজ কাঁদাবো বলে-

মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম

আমি হাজার বর্ষা রাত!!



দক্ষিণা বাতাসে তোমার

ভীরু দীর্ঘশ্বাস!

আঁধার ছড়াবে আমার

প্রিয় সর্বনাশ!!

মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম

আমি হাজার বর্ষা রাত



জানালার ওপাশে তোমার

দৃষ্টি বহুদূর

ছুঁয়েছে এ গান তোমায়

কান্নার সাত সুর।।

মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম

আমি হাজার বর্ষা রাত………



পার্থ বড়ুয়া সাথে আছে হা্যদার হোসেন ও বাপ্পা মজুমদার





পার্থ বড়ুয়া সাথে জুয়েল ও আইয়ুব বাচ্চু











শিল্পীঃ পার্থ বড়ুয়া

অ্যালবামঃ সারেং বউ

সুরকারঃ পার্থ বড়ুয়া

গীতিকারঃ শিবলী

কম্পোজঃ সোলস

অ্যালবামঃ ধুন

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: কেন এই নি:সংগতা কৈ ?
ঐটাই তো মনে হয় পার্থর বেষ্ট !
এইটাও দারুন।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১০

লিরিকস বলেছেন: আসবে ভাইয়া।

আপনার ঐ পোস্ট থেকেও গান আসবে।

ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা গানটা চাই।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৬

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

এখানে এ এমন পরিচয় - সোলস দেখুন।

৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

লিরিকস বলেছেন: গান শুনুন মন ভালো রাখুন।
ধন্যবাদ

৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৩

ভিটামিন সি বলেছেন: এটা কি নতুন এ্যালবাম না পুরাতন?

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: না ভাইয়া অনেক পুরাতন।
ধন্যবাদ।

৫| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:২৯

তারছেড়া লিমন বলেছেন: গত কয়েক দিন আগে এই গানটায় হ্যাং হয়ে ছিলাম.............. সবচেয়ে ভাল লাগে এই টুকু...
জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর।।
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত

……….... অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ।

০৬ ই মে, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

বৃষ্টি দেখে সত্যিই অনেক কেঁদেছি।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.