![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয় ।।
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয় ।।
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয় ।।
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয় ।।
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
সুরকারঃ আইয়ুব বাচ্চু
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২২
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। তালিকায় আমার নাম দেখে ভালো লেগেছে।
শুভেচ্ছা ভাইয়া।
২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: এইটা কি ফেবুর সং লিরিকস নাকি??
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২৩
লিরিকস বলেছেন: :#> :#> :#>
হু।
৩| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:১১
তূর্য হাসান বলেছেন: সুন্দর গান।
১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩১
লিরিকস বলেছেন: ভাইয়া কেমন আছেন?
৪| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:১৬
তারছেড়া লিমন বলেছেন: প্রিয় গানের একটি। বাচ্চু ভাইয়ের আরও কিছু গান খুব বেশি ভাল লাগে তার মধ্যে প্রিন্স মাহমুদের কথাও সুরে প্রতিদান চাই না এইটা আরও বেশি ভাল লাগে।+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩
লিরিকস বলেছেন: অবশ্যই একদিন দেব এই গানটি, আর আপনার ভালোলাগা গানের লিস্ট আমার কাছে আছে।
ধন্যবাদ ভাইয়া।
৫| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
তূর্য হাসান বলেছেন: ধন্যবাদ, ভালো আছি। আপনি যে পোস্টই দেন সারাদিন গুনগুন করে গাই। অনেক ভালো থাকুন।
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫০
লিরিকস বলেছেন: আপনার মন্তব্যে আমি মুগ্ধ। এটা আমার অনেক বড় পাওয়া।
আপনার প্রো পিক টা আমার অনেক পছন্দ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
+++