নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মায়াবী এ রাতে - সুমনা হক

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:০০





মায়াবী এ রাতে

দু’জনে বিজনে

মুখোমুখি বসে রবো



নীরবে নিভৃতে নয়নে নয়নে

চুপি চুপি কথা কবো ।

দখিনা যেনো শুধু বলে যায়

তোমারই আসার কথা বলে যায়



মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো

নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।



জড়িয়ে আছো তুমি

হৃদয়ে আমার

মাধবী লতার মতো

স্বপ্ন সুখে

আমি যে মিশে আছি

জীবনে তোমার

পাহাড়ী নদী হয়ে সাগর বুকে



মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো

নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।



একাকী পথ চলা

হলো সারা

তুমি যে দিলে ধরা

কাছে এসে

কত না অনুরাগে

এ ভীরু হৃদয়

তোমারই মোহনাতে

গেছে মিশে



মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো

নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।

দখিনা যেনো শুধু বলে যায়

তোমারই আসার কথা বলে যায়

মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো

নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।



















শিল্পীঃ সুমনা হক

সুরকারঃ ফুয়াদ নাসের বাবু

গীতিকারঃ খালেদা এদিব চৌধুরী

বছরঃ ১৯৯০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা !!! লিরিকস আপা দিলেন তো আজকে ঘুম হারাম করে।

কার গান শেয়ার করলেন জানেন ? :#> :#> :#>

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:০০

লিরিকস বলেছেন: আপনার প্রিয় গান।

২| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

অপ্রিয় সত্যের বাহক বলেছেন: ভালো

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: মাঝে কিছু বছর গেল,
স্মৃতিগুলো এলোমেলো-
তারে ভোলা গেল না।


আপু অনেক অনেক ধন্যবাদ সুমনা হক এর গানটি শেয়ার করার জন্য। সুমনা হক কে নিয়ে পোস্ট যোগ চিহ্ন সহকারে সরাসরি প্রিয়তে।

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪০

লিরিকস বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা।



সুন্দর গান।

ধন্যবাদ।


৪| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৪৪

জীনের বাদশা বলেছেন: এই মহিলা এত ভাল গায় কেন রে বাপ?? অল্প কয়েকটা গান গেয়ে ইনি তো লিজেন্ড হয়ে গেছেন।

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪১

লিরিকস বলেছেন: :) :)

মন্তব্যে অনেক ভালোলাগা।



সুন্দর গান।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.