|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি , আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেঁধো না আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি। আমি ডুবতে রাজি আছি ,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি , আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন  তোমার খোলা হাওয়া  
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: সারিগান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
 ২৮ টি
    	২৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪৭
০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪৭
লিরিকস বলেছেন: অদ্ভুত সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
২|  ০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:০২
০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:০২
হাতীর ডিম বলেছেন: চমৎকার এবং সুন্দর একটি গান। আমার খুব প্রিয় একটা গান শেয়ার করার জন্য ধন্যবাদ   
 
  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৭
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৭
লিরিকস বলেছেন: খুবই সুন্দর গান। 
আপনাকেও অনেক ধন্যবাদ।
বৃষ্টির শুভেচ্ছা।
৩|  ০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:১৭
০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: রবীন্দ্রগানে ডুবে থাকি আনমনে ।
  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৪
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৪
লিরিকস বলেছেন: মন্তব্য ভালোলাগা ভাইয়া।
বৃষ্টির শুভেচ্ছা। 
৪|  ০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১০:০৭
০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১০:০৭
রাজিব বলেছেন: এসব গান রবীন্দ্রনাথ ঠাকুর ১০০ বছর বা তারও আগে রচনা করে গেছেন। ১০০ বছর ধরে একটানা বাংলা গানের জগতে তিনি যেভাবে রাজত্ব করে গেছেন সমসাময়িক পৃথিবীতে অন্য কোন দেশে এমনটা ঘটেছে কিনা আমার সন্দেহ আছে। 
আমাদের অনেকের কাছেই রবীন্দ্রনাথের গানের আসল আবেদন বানীর বা কথার জন্য। ১০০ বছর পরেও রবীন্দ্রনাথের গান আমাদের মতই বাঙালীরা পছন্দ করুক শুনুক সেই কামনা করি। 
  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৪
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৪
লিরিকস বলেছেন: ভাইয়া আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। সত্যিই। 
১০০% একমত আপনার সাথে।
ভাইয়া এতদিন আমার ভালোলাগা গান দিয়ে এসেছি, শত তম পোস্টের পর এটা একটু পরিবর্তন হবে, ব্লগারদের ভালোলাগা গান নিয়ে পোস্ট থাকবে। 
আপনি যদি আপনার ভালোলাগা ১০ গানের তালিকা আমাকে দেন তাহলে খুব ভালো হয়, হতে পারে কিছু গান আগেই হয়ত পোস্ট করে ফেলেছি, কিন্তু তারপরও দেবেন প্লিজ। আমার অন্য পোস্ট লিখতে সুবিধা হবে। 
আমি আমার আমার ১০১ তম পোস্ট টি আপনার ভালোলাগা গান নিয়ে দিতে চাই। 
কেন?
কারন টা পোস্টে লিখে দেব।
তালিকা দেন প্লিজ।
৫|  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৯
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৯
রাজিব বলেছেন: ১। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি- আমাদের জাতীয় সংগীত  
২। আমার ভাইয়ের রক্তে রাঙানো- ২১ ফেব্রুয়ারি  
৩। জাত গেল জাত গেল- লালন 
৪। পথে পথে দিলাম ছড়াইয়ারে- কলিম শরাফি
৫।  কারার ওই লৌহকপাট- কাজী নজরুল ইসলাম 
৬। আমার সকল দুঃখের প্রদীপ- রবীন্দ্রনাথ ঠাকুর  
৭। জয় বাংলা বাংলার জয়- ১৯৭১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 
৮। তোমাকে চাই (কবির সুমন)
৯। সেই ছেলেটা- সাহানা বাজপেয়ী 
১০। আগে কি সুন্দর দিন কাটাইতাম- শাহ আবদুল করিম  
  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৫
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৫
লিরিকস বলেছেন: বৃষ্টির শুভেচ্ছা।
৬|  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৪০
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
sundor gan... 
  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
লিরিকস বলেছেন: গানের তালিকা বিদেশে যাবার আগেই যেন হাতে পাই।
মনে থাকবে? 
না হলে কিন্তু অরিজিনাল কে আপনার পেছনে লেলিয়ে দেব  
   
   
   
 
৭|  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:০৬
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ১০০ তম পোষ্টের পরে  
 
  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৩২
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৩২
লিরিকস বলেছেন: কালকেই ১০০ তম পোস্ট হয়ে যাবে।
৮|  ০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৩৭
০৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন: অক্কে!! তাহলে আজকেই দিচ্ছি ফেবুতে।   
 
  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪৫
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪৫
লিরিকস বলেছেন: ওকে।
৯|  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৮
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অসাধারণ একটা গান।
  ০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৮
০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৮
লিরিকস বলেছেন: সত্যি অসাধারণ একটা গান। 
শুভেচ্ছা।
১০|  ০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১১:০২
০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১১:০২
অপ্সরা বলেছেন:   
  
এইটা কবে দিসিলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  
   
   
   
   
   
 
  ১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫২
১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫২
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
 
১১|  ০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১১:১২
০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১১:১২
অপ্সরা বলেছেন: ওহ এতক্ষনে বুঝেছি উপরের লিন্কটা ঠিক আছে আমার। ইউটিউবটা শাহানা বাজপায়ীর। আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম ভাইয়া।   
 
  ১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:০৩
১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:০৩
লিরিকস বলেছেন: ইউটিউবে কোন লিংক আছে আপি? তাহলে এ্যাড করতাম।
১২|  ১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১০:৫৮
১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১০:৫৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুনলাম এবং ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। 
ওহ ডাউনলোডেড..................
  ১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪১
১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪১
লিরিকস বলেছেন:  
  
  
  
  
 
১৩|  ১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪৪
১৬ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন:  
  
  
  
  
  
 
  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৪
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:২৪
লিরিকস বলেছেন:  
  
  
  
  
 
১৪|  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ২:৪১
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ২:৪১
কাব্য পূজারি বলেছেন: রবি ঠাকুরের সেরা সৃষ্টির একটা। আমি কখনো ইন্ডিয়ান সিরিয়াল দেখি না কিন্তু এই গানের জন্য মাঝে মাঝে একটা সিরিয়াল দেখতাম।
  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:৩৮
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ৮:৩৮
লিরিকস বলেছেন: আমিও কোন ইন্ডিয়ান সিরিয়াল দেখি না  
 
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:০২
০৫ ই জুলাই, ২০১৪  রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: আমি ডুবতে রাজি আছি
 
 
আমি ডুবতে রাজি আছি