|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

যেতে দাও গেল যারা
তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা
কুটীরে কুটীরে বন্ধ দ্বার
নিভৃত রজনী অন্ধকার
বনের অঞ্চল কাঁপে চঞ্চল
অধীর সমীর তন্দ্রা হারা ।।
দ্বীপ নিবেছে নিভুক নাকো
আঁধারে তব পরশ রাখো
বাজুক কাঁকণ তোমার হাতে
আমার গানের তালের সাথে
যেমন নদীর ছলোছলো জলে ঝরে
ঝর ঝর শ্রাবন ধারা
তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা ।।
গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ):  ১৯২৫
ধন্যবাদ - কান্ডারি অথর্ব 
 ৫১ টি
    	৫১ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪১
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪১
লিরিকস বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া আমার এই পোস্টি নির্বাচিত পাতায় যাবার মত,  
  
  
 
যদি না যায় তাহলে আপনি আরেকটা পোস্ট দিবেন 'যে সব পোস্ট নির্বাচিত পাতায় যেতে পারত'
আমার এইটা ঐখানে যুক্ত করে দিয়েন প্লিজ।  
 
২|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৩
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
  
   
   
 
মডুরা নিশ্চয় এতটা নির্দয় হপে না   
  
তবে আমি আর আপনি ব্যান না খেলেই হলো  :-& 
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৯
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৯
লিরিকস বলেছেন: ও আল্লাহ্ রোযার মাসে আমদের রক্ষা কর। আমিন।
অট- গানটি সত্যিই খুব সুন্দর করে গেয়েছেন। উনাদের জন্য শুভ কামনা।
নোট- ( অফ টপিক টা কি মেইন টপিক হবার কথা ছিল না??  
   )
 )
৩|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৫১
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৫১
রাজিব বলেছেন: জানা বেশ ভাল রান্না করে আর আরিল্ড বেশ ভাল বাংলা বোঝে ও বলে। 
আর রবীন্দ্রনাথের যে কোন গানই সুন্দর 
  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
লিরিকস বলেছেন: যে রান্না করতে পারে সে চুল বাঁধতেও পারে। 
আরিল্ড সত্যিই ভালো গেয়েছেন।
ধন্যবাদ।
৪|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৫৫
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
আহলান সাহলান !!! কায়ফা হালুকা !!!   
 
আমি অনেকের কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনেছি। আমার কাছে মনে হয়েছে জানা আপুর কণ্ঠ রবীন্দ্র সংগীতের জন্য অনেক সুন্দর। আশা করবো তিনি তার চর্চা বজায় রাখবেন। আর আরিল্ড ভাইয়ের কাছ থেকে এমনটা পাওয়া সত্যি অভাবনীয়। আমিও উনাদের দুই জনের জন্য শুভকামনা জানাই আপনার মাধ্যমে।  :!>  :!>  :!>   
 
আমিতো মেইন টপিকেই আছি। কিন্তু আমার প্রতিপক্ষের স্ট্রাইকারটারে খুব মিস করতেছি   
  
  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫৮
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫৮
লিরিকস বলেছেন:  আমিও উনাদের দুই জনের জন্য শুভকামনা জানাই।
ধন্যবাদ।
৫|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ২:১৪
০৬ ই জুলাই, ২০১৪  রাত ২:১৪
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ লিরিকস আপনাকে। পোস্টে প্রথম ভালো লাগা। 
কাণ্ডারি ভাইয়ের সাথে একমত। জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা। আর কোন বিদেশীকে যখন আমার মায়ের ভাষায় কথা বলতে দেখি তখন গর্বে বুকটা ভরে উঠে। আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা। 
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৫
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৫
লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।
জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা। 
৬|  ০৬ ই জুলাই, ২০১৪  ভোর ৬:১৪
০৬ ই জুলাই, ২০১৪  ভোর ৬:১৪
জাফরুল মবীন বলেছেন: গুণীদের গুণ যে বহুমাত্রিক হয় এটা তার অনন্য উদাহরণ।অভিনন্দন রবীন্দ্র শিল্পী রূপে পাওয়া ম্যাডাম জানা ও মিঃ অারিল্ড কে;সেই সাথে ধন্যবাদ লিরিকস কে তথ্যটি শেয়ার করার জন্য।
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৮
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৮
লিরিকস বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তবে তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ পাবে কান্ডারি অথর্ব । উনিই আমাকে লিংক দিয়েছেন।
৭|  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ৮:৪৪
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সকাল বেলা গানখানি শুণে খুব ভাললাগলো।
জানা আপু চমৎকার গেয়েছেন।  আরিল্ড ভাই বিস্ময়াভূত করেছেন বাংলা গানে।
চমৎকার গান চমৎকার পোস্ট।  +
আরিল্ড ভাইয়ের সামনে কথা বলতে গেলে ইংলিশে কথা বলার প্রচেষ্টা চলে আসে।
বদ অভ্যাস। উনি হয়তো বিরক্ত হোন। কিন্তু ওটা থেকে নিজেকে বিরত রাখতে পারিনা।
আরিল্ড ভাইকে বেশি পরিমানে শুভেচ্ছা চমৎকার রবীন্দ্র সংগীত প্রচেষ্টায়।
আর আপনাকেও ।
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৮
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৮
লিরিকস বলেছেন: গানটি দেখে আমি নিজেও অবাক হয়ে ছিলাম। 
জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা। 
আপনাকেও ধন্যবাদ।
৮|  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১০:৫৬
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১০:৫৬
সোহানী বলেছেন: ভালো লাগলো।
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:০২
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:০২
লিরিকস বলেছেন: 
জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
আপনাকেও ধন্যবাদ।
৯|  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:২৫
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
আপু কনগ্রেচুলেশন !!! মডুরা আপনাকে সত্যি নিরাশ করেনি। পোস্ট দেখি নির্বাচনী পাতায় শোভা পাচ্ছে।   
   
  
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:২৪
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:২৪
লিরিকস বলেছেন: হুররে!!   
   
   
   
 
১০|  ০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
০৬ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
মদন বলেছেন: বাহ বাহ 
  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৩৮
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৩৮
লিরিকস বলেছেন: গানটি দেখে আমি নিজেও অবাক হয়ে ছিলাম।
জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
ধন্যবাদ।
১১|  ০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৯
০৬ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: জানা আপুনির গান শুনে আমি মুগ্ধ!
  ০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:১৬
০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:১৬
লিরিকস বলেছেন: একই মন্তব্য অনেক বার এসেছে।
ইচ্ছাকৃত না হলে অন্য গুলো মুছে দেব।
জানান প্লিজ।
আমিও মুগ্ধ!
১২|  ০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩১
০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: ইচ্ছাকৃত না ভাইয়া
মুছে দাও অন্যগুলা
  ০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৪৯
০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৪৯
লিরিকস বলেছেন: হি হি হি
এটাও ২ বার এসেছে.. একটা কি মুছে দেব??
১৩|  ০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩১
০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: ইচ্ছাকৃত না ভাইয়া
মুছে দাও অন্যগুলা
১৪|  ০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০১
০৬ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর গান। আগে কখনো শোনা হয়নি। ধন্যবাদ আপনাকে এটা শোনার সুযোগ করে সেবার জন্য।
অফ টপিকঃ আপনি ভাইয়া না আপু? মন্তব্য গুলো পড়ে দেখলাম ভাইয়া, আপু ২টাই লিখা আছে।   
 
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১০:৪৭
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১০:৪৭
লিরিকস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
অফ টপিকঃ আপনি ভাইয়া কোথায় দেখলেন? বলুন তো?
আপনার মন্তব্য ২ বার এসেছে, একটা কি মুছে দেব?
১৫|  ০৬ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:১২
০৬ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:১২
মামুন রশিদ বলেছেন: ওয়াও! জানা আপুর গলা সম্পর্কে কিঞ্চিত ধারনা থাকলেও আরিল্ড ভাইয়ার এত সুন্দর ভাবে বাংলা গান গাওয়া দেখে বিস্মিত! 
মানিকজোড়! 
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:১১
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:১১
লিরিকস বলেছেন: আমি তো পুরাই টাসকি ভাইয়া।
মানিকজোড়! 
১৬|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১০:৫৯
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১০:৫৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আচ্ছা, তাহলে আপনি আপু।  শায়মা আপুর শেষ কমেন্টে ভাইয়া লেখা।
 শায়মা আপুর শেষ কমেন্টে ভাইয়া লেখা। 
মুছে দিন আমার অন্য কমেন্টটা।
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:০৩
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:০৩
লিরিকস বলেছেন: ও শায়মা খালামনি!!
ওকে
ওনার 
ভাইয়া = ছোট বোন
ভাইয়া মনি = ছোট ভাই/ ছেলেরা
আপুমনি= ওনার থেকে যারা বড়  
 
হি হি হি
১৭|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:১৫
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:১৫
আরজু পনি  বলেছেন: 
দারুন সংগ্রহ...
উনাদের দু'জনের গান শুনতে বেশ লাগে...
শেয়ার করার জন্যে অবশ্যই সাধুবাদ নিন।।
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩২
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩২
লিরিকস বলেছেন: জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
ধন্যবাদ। 
১৮|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৪৫
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ভালো লাগলো শুনে। শেয়ার করার জন্য ধন্যবাদ। 
  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৫
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৫
লিরিকস বলেছেন: লেখক বলেছেন: জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
ধন্যবাদ। 
১৯|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১৩
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: লেখক বলেছেন বলতে কি বুঝালেন?   
 
  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২২
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২২
লিরিকস বলেছেন: এখানে ২ জন লেখকের কথা বলা হয়েছে, একজন প্রবাসী পাঠক অন্য জন আমি
প্রবাসী পাঠক বলেছেন লিরিকস বলেছেন = লেখক বলেছেন: লেখক বলেছেন: জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
জার্মানীর সাপোটাদের চোখে আঙ্গুল বুঝিয়ে দিতে হয় না হলে তারা বোঝে না  
 
২০|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৫৫
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: প্রবাসী পাঠকও যে এই পোষ্টের লেখক তা জানতাম না। আর্জেন্টাইন দল ভিন গ্রহের প্লেয়ার নিয়ে খেলেতো তাই আর্জেন্টাইন সাপোর্টারদের কিছু কিছু টোন আমরা পৃথিবীবাসী একটু কম বুঝি।   
 
  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:০৪
০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:০৪
লিরিকস বলেছেন: যাক কম তো বোঝেন ।
এতেই চলবে!!
যারা কম বোঝে তাদের কি নাদান বলে ডাকা হয়?
২১|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:১৩
০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
উপরে একজন সাইড বেঞ্চের গোলরক্ষককে স্ট্রাইকার খুঁজতে দেখা যাচ্ছে।   
  
কাহিনী কি? 
নাদন বলে ডাকা হয়। তবে কিছু কিছু জায়গায় নাদান শব্দ দিয়ে খাদক বুঝানো হয়।  
  ০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:১৪
০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:১৪
লিরিকস বলেছেন: সাইড বেঞ্চের গোলরক্ষ নাকি উনি?  
 
আমি তো ভেবেছিলাম উনি ২৪ নং প্লেয়ার  ,
 , 
তো আপনি কি ২৫/২৬ নং ?
২২|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:১৪
০৭ ই জুলাই, ২০১৪  রাত ২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: * উপরের কমেন্টে নাদন এর জায়গায় নাদান হবে।
  ০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:১১
০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:১১
লিরিকস বলেছেন: বুঝলাম।
২৩|  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৬
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: 
আমি হইলাম গিয়া মূল একাদশের স্ট্রাইকার   
 
  ০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:০৮
০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:০৮
লিরিকস বলেছেন: জার্সি নম্বর কত?
২৪|  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৫৮
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
এইযে আইসা পরছে আমার প্রতিপক্ষের এস্ট্রে থুক্কু স্ট্রাইকার। 
আমি গোলকিপার না রেফারী খেলার ময়দানে প্রমান হপে। আর তুই যে কোন শোভন ডিম পারছি সেইটা আমার জানা (এইখানে ভুল বোঝার কোন অবকাশ নাই  ) আছে।
 ) আছে।   
  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১১:৪৪
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১১:৪৪
লিরিকস বলেছেন:   
   
   
   
 
২৫|  ১২ ই জুলাই, ২০১৪  ভোর ৬:২৬
১২ ই জুলাই, ২০১৪  ভোর ৬:২৬
হাসান মাহবুব বলেছেন: আরে! দারুণ লাগলো। ধন্যবাদ শেয়ারের জন্যে।
  ১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৭
১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৭
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
   
   
  
সত্যিই দারুন।
ভাইয়া আপনার ভালো লাগা কিছু গানের একটা লিস্ট দেবেন আমাকে।
প্লিজ।
২৬|  ২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
রুপ।ই বলেছেন: গানটা কম শুনেছি, আর এই জুটিকে ভাল লাগে অনেক।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:০৯
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:০৯
লিরিকস বলেছেন: জানা আপার উচিত রবীন্দ্র সংগীতের চর্চা বজায় রাখা, আরিল্ড ভাইয়ার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৩০
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আফা এর মইধ্যে আবার আমারে থেঙ্কু দিয়া লজ্জা দিতেছেন কেনু ? :!> :!> :!>