নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় - আইয়ুব বাচ্চু

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০১





বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়

মুছনা তুমি তারে সুখেরি ছোঁয়ায়

সাজিয়ে রেখো মনের মণি কোঠায়



মনে পড়ে যায়

প্রশ্নহীনা জোসনা ধোঁয়া রাতে কথোপকথন

চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন

কি ভুল করেছি আমি আমারি ভুলে

প্রতি নিরবতায় আমাকে পোড়ায়



আমার যত অপূর্ণতা

পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়

ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষন্নতায়

হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার

কি ছিলে আমার তুমি বোঝানো না যায়



বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়











শিল্পীঃ আইয়ুব বাচ্চু

এ্যালবামঃ দাগ থেকে যায়

সুরকারঃ প্রিন্স মাহমুদ

গীতিকারঃ প্রিন্স মাহমুদ

বছরঃ ১৯৯৯





গান টি প্রিন্স মাহমুদও গেয়েছিলেন কোন এক সময়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

জাফরুল মবীন বলেছেন: আপনার লিরিকস পড়ছি আর যেভাবে নস্টালজিক হচ্ছি তাতে না আবার আমি বিজ্ঞান বিষয়ক লেখা ছেড়ে গান ও সাহিত্য চর্চ্চা শুরু করে দেই :P

পোষ্টে+

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

লিরিকস বলেছেন: হি হি হি

না বিজ্ঞান বিষয়ক লেখা ছাড়ার দরকার নাই, বিজ্ঞান সাথে মিউজিকও চলতে থাকুক।

অনেক ভালো লাগা।

২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খুব পছন্দের একটা গান আমার...

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

৩| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

তূর্য হাসান বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

আপনার প্রো পিক কে তুলেছিল?

৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনার ব্লগে আসলে বুঝতে পারি যে আমি কত কম গান শুনেছি জীবনে। :(

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

লিরিকস বলেছেন: আমিও খুব বেশি গান শুনতাম না আগে। এখন কানে হেডফোন থাকা সব সময়।

৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: প্রিয় গান।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.