|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়।
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়।।
কোন্ পাগলে পাইছিল করছি শখের শাদী
ক্ষমতার যিমুন তিমুন, ভাবে শাহজাদী।
সকাল-বিকাল, রাইত-দুপুর বউয়ে দেয় ঠেলা
কয় ‘বউ পুষার মুরাদ নয়, তয় বিয়া করছস কেলা।
আমি ইধারকা মাল ওধার করি, সারাদিন পেজকি মারি
দিনের বেলায় আড়তদারী, রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল, জীবন ভেস্তে যায়।।
মাইয়া আমার চিজ একখান, যেমুন ফিল্মের নায়িকা
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে কয় অফ যা।
পোলায় আমার শিক্ষিত, পড়ে দশ কেলাশের উপরে।
হাত খরচা না দিলে, ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি, গাইলের আর হুনছস কি
আমগো গাইল হুনলে পড়ে, খাড়াইব মুরদাবি।
আমি হালায় কলুর বলদ ফাইটা জীবন যায়।।
আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়।
শিল্পীঃ হায়দার হোসেন
অ্যালবামঃ ফাইসা গেছি
সুরকারঃ হায়দার হোসেন
গীতিকারঃ হায়দার হোসেন
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
লিরিকস বলেছেন: কি এ্যাড?
আমি তো দেখিনি।
২|  ১৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৩
১৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৩
নস্টালজিক বলেছেন: বড়ই মজারু একটা গান।
শুভেচ্ছা, লিরিকস।
  ১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:১২
১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:১২
লিরিকস বলেছেন: খুবই মজার গান ভাইয়া।
৩|  ১৮ ই জুলাই, ২০১৪  রাত ৩:১৬
১৮ ই জুলাই, ২০১৪  রাত ৩:১৬
রাজিব বলেছেন: গানটি বেশ মজার। ভুল মানুষ চারপাশে থাকলে এমনই মনে হয়। আমাদের সমাজে অনেক ভেজাল মানুষ চারপাশে ফলে আপনি ভাল থাকলেও শান্তি নেই।
  ১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:১৮
১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:১৮
লিরিকস বলেছেন: গানের কথা গুলি কিন্তু আমার কাছে বাস্তব মনে হয়।
ভালো থাকুন ভাইয়া।
৪|  ১৮ ই জুলাই, ২০১৪  রাত ১০:৫৯
১৮ ই জুলাই, ২০১৪  রাত ১০:৫৯
আরজু পনি  বলেছেন: 
হাহাহাহা
মজার গান।
গানটা দেখে এক পরিচিতের কথা মনে পড়ে যাচ্ছিল, বেচারা!...কালো টাকার কারবারী হতে যেয়ে এখন জেলে আর সেই টাকার পাহাড়ে চড়ে এখন বউ করে পরকীয়া! কী জঘন্য অদ্ভুত জীবন।
  ১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
১৯ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
লিরিকস বলেছেন: সত্যিই অদ্ভুত!!!!
৫|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৮
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৮
এহসান সাবির বলেছেন: মজার গান!
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৮
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৮
লিরিকস বলেছেন: খুবই মজার গান।
৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৬
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানটা যে এত্ত ফানি!!! আমাকে প্রথম গানটা শোনায় আমার বাবা। বিশেষ করে এই লাইন গুলো-
মাইয়া আমার চিজ একখান, যেমুন ফিল্মের নায়িকা
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে কয় অফ যা।
পোলায় আমার শিক্ষিত, পড়ে দশ কেলাশের উপরে।
হাত খরচা না দিলে, ইংলিশে গাইল পাড়ে। 
  
   
 
  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৬
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৬
লিরিকস বলেছেন:   
   
   
   
   
  
 খুবই মজার গান। 
৭|  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৭
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৭
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: Amio faisa gesi mainkar chipai. 
Onek sundor ekta gaan.
  ২২ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২৩
২২ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২৩
লিরিকস বলেছেন: খুবই মজার গান।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:১১
১৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই গানটি দিয়ে একটি এ্যাড ও আছে।
ধন্যবাদ