|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো 
দীপজ্বালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো
শুধু আমায় ডেকো
এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
সন্ধানী মন কত ছন্দে মগ্ন
ফিরে পাবো বুঝি সেই গানের লগন
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো
পথ চেয়ে থেকো
এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো 
শিল্পীঃ লাকি আখন্দ
অ্যালবামঃ ?
সুরকারঃ লাকি আখন্দ
গীতিকারঃ এস.এম. হেদায়েত 
শুনেছি গানটা হ্যাপী আখন্দও গেয়েছিলেন। উনার কন্ঠে আমি কখনও শুনিনি। 
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২০ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৩৫
২০ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৩৫
লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্য।
অনেক ভালোলাগা।
ঈদের সময় টা ব্যস্ত থাকব খুব। দেখা যাক।
ভালো থাকুন। 
২|  ২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
আরজু পনি  বলেছেন: 
গানটা খুব সুন্দর।
তবে এই গানটা দেখতে যেয়ে কেন জানি ...
বলেছিলে কাল তুমি আসবে
কেন এলে না...
এই গানটার কথা খূব মনে পড়ে গেল।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩২
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩২
লিরিকস বলেছেন: গানটা অডিও আমার কাছে নাই।
  
   
   
   
 
৩|  ২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:০৭
২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:০৭
মামুন রশিদ বলেছেন: লাইক লাইক লাইক !!
কোন কথা হবে না...  
  
 
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৯
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৯
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
  
কোন কথা হবে না... 
৪|  ২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:২৭
২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:২৭
তূর্য হাসান বলেছেন: সুন্দর একটা গান।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪৬
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪৬
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
৫|  ২০ শে জুলাই, ২০১৪  রাত ১০:০৭
২০ শে জুলাই, ২০১৪  রাত ১০:০৭
প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো লাগা একটি গান। পোস্টে অবশ্যই প্লাস।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৫৯
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৫৯
লিরিকস বলেছেন:  
  
  
  
  
  
 
ভালো থাকুন। 
৬|  ২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪৮
২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪৮
রাজিব বলেছেন: বরাবরের মতই অসাধারণ। আপনার গানের লিস্ট দেখে বেশ কষ্ট লাগে এই ভেবে যে এত সুন্দর সুন্দর গান বাংলা ভাষায় থাকার পরও কেন হিন্দি গানের রাজত্ব। হিন্দি গানের বিপক্ষে নই, ইংরেজি গানও অনেক ভাল লাগে এবং শুনে থাকি। কিন্তু সবার আগে হোক বাংলা গান যেখানে গর্ব করার মত আমাদের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে ঢাকা ও কোলকাতায়।
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:০২
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:০২
লিরিকস বলেছেন: বাংলা গানের জয় হোক।
৭|  ২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৫৮
২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: আমার খুব প্রিয় গানের মাঝে এটা একটা
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:২৩
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:২৩
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ
৮|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৭
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: খুব ভালোলাগা
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৫
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ 
৯|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৩
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অসম্ভব সুন্দর একটা গান। + দিলাম।
  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৫
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৫
লিরিকস বলেছেন: আমার খুব প্রিয় গানের মাঝে এটা একটা
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:১৯
২০ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:১৯
জাফরুল মবীন বলেছেন: যে দু’জন মানুষ বাদ্যযন্ত্র ছাড়াই সুরেলা কন্ঠে গান গাইতে পারে বলে আমার মনে হয়েছে তাদের একজন হেমন্ত এবং আরেকজন লাকী আখন্দ।অবশ্য লাকী ও হ্যাপী দু’ভাইই জিনিয়াস!একজনকে অকালে হারিয়েছি আমরা।বক বক করতে গিয়ে আপনাকে তো ধন্যবাদই দেওয়া হয়নি।অসম্ভব সুন্দর গানটি উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
ঈদ উপলক্ষে ঈদের গানের একটা সংকলন বের করুন না প্লিজ।