|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
নদীর ধারায় পাখির গানে,
নতুন স্বপ্নের ছবি আনে।
প্রতিপ্রাণে প্রেরণার শিহর লাগে।
প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
ফসল শোভায় আলোর দিশা
নতুন ছন্দে দিলো দিশা,
প্রতি মনে চেতনার জোয়ার জাগে।
প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ দেবু ভট্টাচার্য 
গীতিকারঃ মোহাম্মদ মনিরুজ্জামান
 ১২ টি
    	১২ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৯
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৯
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
২|  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২৩
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
+ 
  ০৩ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩৩
০৩ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩৩
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
৩|  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: +++
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:২২
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:২২
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
৪|  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪২
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪২
বেকার সব ০০৭ বলেছেন: এই গানটা শুনতে আমার খুব ভাল লাগে, 
পোস্ট+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:৩১
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:৩১
লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
৫|  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
ডি মুন বলেছেন: সুন্দর গান
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১১:৩৭
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১১:৩৭
লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:০৬
০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:০৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্তগুলা প্লাস।
  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৬
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২১
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।