নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

জন্ম থেকে জ্বলছি মাগো - সৈয়দ আব্দুল হাদী

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২







জন্ম থেকে জ্বলছি মাগো

আর কতদিন বল সইবো

আবার আদেশ করো তুমি আদেশ করো

ভাঙ্গনের খেলা খেলবো।।



আমার এ ব্যাথা ভরা গান

ফুল পাখি নিয়ে নয়

দুখে আগুনে পোড়া প্রাণ

শুধু কেঁদে কেঁদে কয়

ও মা তোমার ভাঙ্গা সংসার

কবে যে সুখে ভরে তুলবো।।



আমি তো দেখিনি আলো

জীবনে কোনদিন

এত আশা ভালবাসা

আধারে হল মলিন

দিন চলে যায় দাও বিদায়

সময় হলেই ফিরে আসবো।।













শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

অ্যালবামঃ জন্ম থেকে জ্বলছি

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ আমজাত হোসেন

বছরঃ ১৯৮১

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

+

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১০

তূর্য হাসান বলেছেন: খুব সুন্দর একটা গান।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

রাজিব বলেছেন: বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা গান। ছোটবেলায় দেখেছি। কিন্তু এখনো মনে আছে। আসলেই সেই গানগুলো এখন আর কেন হয় না। হয়তো মানুষের রুচি বদলেছে বলে। সিনেমাটি খুবই দুঃখের।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০০

লিরিকস বলেছেন: আমি দেখি নাই।

সময় পেলে দেখব সিনেমাটা।

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

লিরিকস বলেছেন: সময় পেলে দেখবেন সিনেমাটা।

৫| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

গানচিল বলেছেন: আমার খুবই প্রিয় একটা গান।যদিও পোস্টে উল্লেখিত রিমেক ভার্সানটির চেয়ে মূল গানটা আরও বেশী সুন্দর।

Click This Link
http://www.youtube.com/watch?v=

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

লিরিকস বলেছেন: আপডেট হয়ে গিয়েছে ভাইয়া।

:) :) :) :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.