নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় - অবসকিউর

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৯





মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।



আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্ত কমল

অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।



রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি।





শিল্পীঃ সাইদ হাসান টিপু

অ্যালবামঃ অবসকিউর

সুরকারঃ অবসকিউর*

গীতিকারঃ অবসকিউর*

বছরঃ ১৯৮৮/৮৯**











ব্লগার প্রবাসী পাঠক ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।





* অবসকিউরের গান গুলো কারা লিখেছেন ও সুর করছেন কোথায়ও উল্লেক্ষ নাই, শোনা যায় টিপুই বেশির ভাগ গানের সুর দিয়েছিলেন, লিখেছিলেনও কিছু গান। ব্যান্ডের অন্যরাও গান লিখতেন।

** তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২২

মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন লিরিকস । পোস্টে ভালোলাগা এবং প্রিয়তে।

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: সো মেলোডিয়াস !

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

লিরিকস বলেছেন: রিয়েলি সো মেলোডিয়াস !

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৯

তূর্য হাসান বলেছেন: আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।

অ-নে-ক দিন পর। অ-নে-ক ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

অনেক অনেক ভালোলাগা।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


পিলাচ +

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় গান।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

জাফরুল মবীন বলেছেন: কিছুটা বিরতিতে থাকার পর ব্লগে এসে একগুচ্ছ গান পেলাম লিরিকসের দেবীর কাছ থেকে।তারমধ্যে এ গানটি আমি এখনও শুনি বিশেষ কারণে বিশেষ ক্ষণে।মজার বিষয় অবসকিউরের এই অডিও ক্যাসেটি এখনও আমার কাছে আছে।ক্যসেটের প্রায় সবগুলো গানই বেশ ভাল ছিল এবং আমার মতে এই ক্যাসেটটি ছিল অবসকিউরের শ্রেষ্ঠ কাজ।ধন্যবাদ লিরিকস।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা।

৯| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

লিরিকস বলেছেন: সো মেলোডিয়াস !

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

মনিরুল হাসান বলেছেন: নীল যদি আধাঁরে মিলায় = নীল যদি আঁধারে মিলায়

'আঁধার' বানানে আ-র উপরে চন্দ্রবিন্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.