নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

সেদিন দুজনে দুলেছিনু বনে - রবীন্দ্র সংগীত ( গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া)

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১১





সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা।



সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥



সেদিন বাতাসে ছিল তুমি জানো-- আমারি মনের প্রলাপ জড়ানো,



আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥



যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।



দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।



এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার--



বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥















রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯২৭

রচনাস্থান: ব্যাংকক থেকে পিনাং যাবার পথে

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

মামুন রশিদ বলেছেন: আহাহা, দুলিতে মুঞ্চায় :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

লিরিকস বলেছেন: বড়ই সৌন্দর্য !!!

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪

লেখোয়াড় বলেছেন:
আহা! কি মধুর।
ভাল ভাল।

আর বাঁচিনা!!

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬

লিরিকস বলেছেন: আর বাঁচিনা!!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: বিদেশী হলেও কণ্ঠ সুমধুর =p~

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

লিরিকস বলেছেন: বড়ই সৌন্দর্য !!!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বড়ই সৌন্দর্য !!! :) :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

লিরিকস বলেছেন: আহাহা, দুলিতে মুঞ্চায় :)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

তূর্য হাসান বলেছেন: দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।

চাঁদ উঠেছিল গগনে (এই লাইনটা কি বাদ পড়েছে নাকি আমিই...)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

লিরিকস বলেছেন: ভাইয়া আপনি ঠিক আছেন তবে

রবীন্দ্র-রচনাসমগ্র

এটা দেখুন

আমি এখান থেকে সংগ্রহ করেছি।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

অপ্‌সরা বলেছেন: দেখা হয়েছিলো তোমাতে আমাতে কি যেনো কি মহা লগণে!!!!!!!!

চাঁদ উঠেছিলো গগণে!!!!!!!!

Click This Link

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

লিরিকস বলেছেন: ওখানে শুভেচ্ছা দিয়ে এসেছি :) :)

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: তাদের কন্ঠে বিরহের গান কেন।

এ্রখন আমার বেলা নাহি আর গানটা তো আমার জন্য।

কোন এক চন্দ্রকন্যা কে নিয়ে। :( :(

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

লিরিকস বলেছেন: আহা!! তারপর কি হল ভাইয়া?

কই সেই চন্দ্রকন্যা?

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আরিল্ড ভাই ভাল গেয়েছেন । :)

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

লিরিকস বলেছেন: উনি ভালো গেয়ে থাকেন।

ধন্যবাদ ভাইয়া।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

অপ্‌সরা বলেছেন: Click This Link


এইটা তোমাকে দিলাম!:)

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

লিরিকস বলেছেন: ধন্যবাদ আপুনি।

১০| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল গেয়েছেন ২জনেই।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

লিরিকস বলেছেন: ধন্যবাদ আপুনি।

১১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার প্রতিটা পোষ্টের পর আমাকে একটু ধাক্কা দিবেন ঘুরে আসর জন্য। অনেক গুলো আপডেট আসল কিন্তু টের পেলাম না।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

লিরিকস বলেছেন: ওকে ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.