নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি - রবীন্দ্র সংগীত

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১২





মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি কোন্‌ নব চঞ্চল ছন্দে।

মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে॥



আসে কোন্‌ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত,

আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে।

অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।



অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।

কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা,

সমীরণ বন্ধনহারা উন্‌মন কোন্‌ বনগন্ধে॥













সুরকারঃ দিনেন্দ্রনাথ ঠাকুর

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর



রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

অপ্‌সরা বলেছেন: মহিষীর সমস্ত দেহ কম্পিত। ঝিল্লিঝংকৃত রাত। কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে। অস্পষ্ট আলোয় অরণ্য কথা কয় যেন স্বপ্নে। বোবা বনের ভাষাহীন বাণী লাগল মহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হল সে জানে না। এ নাচ কোন্‌ জন্মান্তরের,কোন্‌ লোকান্তরের।
বীণায় বাজে পরজের বিহ্বল মীড়। কমলিকা আপন-মনে বলে, ‘ওগো কাতর,ওগো হতাশ,আর ডেকো না। আর দেরি নেই,দেরি নেই।’
কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আঁধারের ডাক গভীর। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, “যাব আজ। আর ভয় করি নে আমার দৃষ্টিকে।”
পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অশথতলায়— সেখানে বীণা বাজছে।

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে ।
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে ।
আসে কোন্‌ তরুণ অশান্ত ,
উড়ে পীতবসনপ্রান্ত ,
আলোকের নৃত্যে বনান্ত

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

লিরিকস বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!!!!!


ওয়াও!!


অসাম!!

২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

অপ্‌সরা বলেছেন: হুম এই গান কোন গীতিনাট্যের জানো??

শাপমোচনের .........:)

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

লিরিকস বলেছেন: :)

এখন জানলাম।

ধন্যবাদ আপি।

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

অপ্‌সরা বলেছেন: আর একটা গান দেই ভাইয়া :)
Click This Link fagun haoai haoai.wma

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

লিরিকস বলেছেন: :):):):):):):):):)

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর গান!!!

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

লিরিকস বলেছেন: আপনি কই? ভালো আছেন?

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৫

মামুন রশিদ বলেছেন: গানটা শুনলে বুকে যেন বীণা বেজে উঠে ।


আকাশ ভরা সূর্যতারা গানটা দিয়েন ।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

লিরিকস বলেছেন: দেব ভাইয়া। অবশ্যই দেব।

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২২

রাজিব বলেছেন: এখন রাত প্রায় ১.৩০ এবং গানটা শুনতে খুব ভাল লাগছে।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা রইল ভাইয়া।

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:
আমি সকালে অখবা কোন কাজে মাথা ঠান্ডা রাখতে পিয়ানো কালেকশান থেকে রবি বাবুর গান শুনি...দারুন লাগে।

তবে তার অনেকগানই শোনার বাকী রয়ে গেছে।
আপনার কালেকশান দারুন ।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

লিরিকস বলেছেন: আমারও অনেক গান শোনা বাকি রয়েছে।


ধন্যবাদ আপু।

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অনেক সুন্দর একটা গান।


অটঃ আপনি একটা কাজ দিয়েছিলেন আমাকে, আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন তাই কাজটা করা হয়নি। :(

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

লিরিকস বলেছেন: আমি তো বলেছি যখন ইচ্ছা তখন করবেন। ১/১০/১০০ যতগুলা মন চায় করবেন :D :D :D :D

৯| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪

বৃশ্চিক রাজ বলেছেন: শান্তি নিকেতন কতবার গিয়েছি শুধু মাত্র এই গানটি শোনার জন্য। :-0

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

লিরিকস বলেছেন: আপনি কোথায় যাননি বলুন তো?

১০| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

লেখোয়াড় বলেছেন:
রবিবাবুর গান শুনলে অনেকের ধর্ম নষ্ট হয়ে যায়!!

আর আমি রবিবাবু ছাড়া চলতেই পারি না।

ধন্যবাদ লিরিকসসসসসসসসসসসস।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

লিরিকস বলেছেন: =p~ =p~ =p~




ধন্যবাদ আপনাকে।

১১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯

খাটাস বলেছেন: এটা আগে শুনেছি নাকি শুনেছি, বুঝতে পারছি না। মোটামুটি লাগছে।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

লিরিকস বলেছেন: খুব ভালো গান এটা ভাইয়া।

শুনে দেখবেন আবার।

১২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬

রাজিব বলেছেন: আপনার পোস্ট বন্ধ কেন? আপনি কি ঠিক আছেন?

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

লিরিকস বলেছেন: ভাইয়া পোস্ট দেব।

এত বেশি মন্তব্য জমা হয়েছে যে উত্তর দিতে দিতে হয়রান।

ঐ গুলোর উত্তর দিচ্ছি।

আমি ভালো আছি ভাইয়া।

১৩| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


রাজিব বলেছেন: আপনার পোস্ট বন্ধ কেন? আপনি কি ঠিক আছেন?

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০১

লিরিকস বলেছেন: আমি ভালো আছি ভাইয়া।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন এই গান , শুনতে অনেক ভাললাগে ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা রইল।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: Click This Link


কবিতা শোনো এইবার ভাইয়া........

গলাটা অবশ্য একটু বসা বসা ছিলো সেদিনের আবৃ্তিতে.........:(

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

লিরিকস বলেছেন: ইয়া হু!!!

ডাউনলোড করে ফেলেছি।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০

মামুন ইসলাম বলেছেন: ভাল কালেকশন

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.