|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাং মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা হায় ও বাবা কলি বাবা
আবারও সেই এমনি বাবার মুরিদ নামের চামচা গুলা
হাদিস কোরআন ভুইলা গিয়া বাবার লেখা জিকির পড়ে
বাবা রে বাবা ও বাবা কলি বাবা
বাবা রে বাবা হায় ও বাবা মর্ডান বাবা
হাজার টাকা ভিজিট লইয়া পীর-আউলিয়া ডিগ্রী লাগায়
ফরিদপুইরা ধান্ধা করে টেক্কার (আঙুল) চুক্কী দেহায়
বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা হায় ও বাবা গাঁজার বাবা
মুরিদরা সব জিকির করে কলকী ভরা গাঁজার নেশায়
পীর বাবা রে সেজদা করে পাপের স্রোতে জীবন ভাসায়
বাবা রে বাবা ও বাবা মর্ডান বাবা
বাবা রে বাবা হায় ও বাবা ভণ্ড বাবা
কলি-কালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাং মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবা রে বাবা ও বাবা কলি বাবা
বাবা রে বাবা হায় ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা ও বাবা গাঁজার বাবা
বাবা রে বাবা হায় ও বাবা মর্ডান বাবা
শিল্পীঃ সাইদ হাসান টিপু/ অবসকিউর
অ্যালবামঃ অবসকিউর
সুরকারঃ অবসকিউর*
গীতিকারঃ এহসান ও সোহেল আলম চৌধুরী 
বছরঃ ১৯৮৮/৮৯**
* অবসকিউরের গান গুলো কারা লিখেছেন ও সুর করছেন কোথায়ও উল্লেক্ষ নাই, শোনা যায় টিপুই বেশির ভাগ গানের সুর দিয়েছিলেন, লিখেছিলেনও কিছু গান। ব্যান্ডের অন্যরাও গান লিখতেন।
** তথ্যের সত্যতা যাচাই করা যাইনি। 
 ১৮ টি
    	১৮ টি    	 +১/-০
    	+১/-০  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:২৩
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:২৩
লিরিকস বলেছেন: ভালো থাকুন আপনি।
শুভেচ্ছা।
২|  ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৪৫
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৪৫
তূর্য হাসান বলেছেন: অ-নে-ক অ-নে-ক দিন পর গানটা মনে করিয়ে দিলেন। 
ওই সময়ে পাবনা শহরে একজন ভণ্ড পীরের কুকীর্তি ফাঁস হয়েছিল। ব্যাপারটা সারাদেশব্যাপী আলোড়ন তুলেছিল। তার পরপরই অবসকিউরের অ্যালবামে এ গানটা প্রকাশিত হয়। আমার মনে ওই ঘটনা থেকেই গানটা লেখা। 
  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৯
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৯
লিরিকস বলেছেন: ওই ঘটনা থেকেই গানটা লেখা আমি শুনেছি।
ভণ্ড পীরের কুকীর্তি ফাঁস হয়েছিল গন ধোলাইও খেয়েছিল  
 
৩|  ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৫৪
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৫৪
তূর্য হাসান বলেছেন: নিঝুম রাতের আকাশে জোনাকিরা মিটিমিটি জ্বলে.... 
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়.... 
গানগুলো অনেক সুন্দর।
চাইম-এর কিছু গান হবে না? 
বিশেষ করে- 
যাদের করেছ পণ্য কার্টুন আর সভা সমিতির জন্য
ঘর বাড়ির স্বপ্ন যাদের নাই খোলা আকাশের নিচে নিয়েছে ঠাঁই 
টোকাই টোকাই টোকাই ওরা তো টোকাই 
কিংবা 
নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না ওরে ছদরুদ্দির মা
হবে নাকি... লিরিকস। তো হয়ে যাক.....
  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩৪
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩৪
লিরিকস বলেছেন: হয়ে তো যাবেই ভাইয়া   
   
   
   
   
 
চাইমের একটা গান দিয়েছি, 
ঐ গান গুলিতে সুরকার গীতিকার  
পাওয়া সমস্যা তাই তথ্য সংগ্রহ করে দিতে একটু দেরি হবে।
তবে আপনারা পাশে থাকলে কোন সমস্যা সমস্যাই মনে হয় না।
৪|  ২৩ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:১০
২৩ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:১০
জাফরুল মবীন বলেছেন: আমার মা’র খুব প্রিয় গান।প্রায়ই শোনা হয়।লিরিকসকে ধন্যবাদ।
  ২৩ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৩
২৩ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৩
লিরিকস বলেছেন: খালাম্মা কে আমার সালাম।
৫|  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৫
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৫
মামুন রশিদ বলেছেন: এখন সবাই ভন্ড বাবা!! 
কলেজে পড়ার সময় খুব শুনেছি ।
  ২৪ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৮
২৪ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৮
লিরিকস বলেছেন: এখন সবাই ভন্ড বাবা!! 
  
   
   
   
 
মন্তব্যে ভালোলাগা ভাইয়া।
৬|  ২৪ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৪৫
২৪ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৪৫
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
  ২৫ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৪
২৫ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৪
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।
৭|  ২৪ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
২৪ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
রাজিব বলেছেন: এ রকম বিদ্রুপাত্বক গান এখন আর দেখি না। গানের কথা গুলো বেশ মজার এবং প্রতিবাদী।
  ২৫ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১২
২৫ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১২
লিরিকস বলেছেন: সবাই যেন কেমন হয়ে যাছে, তখন এই রকম গান লিখে গেয়েও ফেলেছে, জনপ্রিয়ও হয়েছে,
এখন আর এই রকম হয় না। 
৮|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৩
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মজার গান তো!
  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০০
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০০
লিরিকস বলেছেন:  এখন সবাই ভন্ড বাবা!! 
  
  
  
 
৯|  ০১ লা নভেম্বর, ২০১৭  সকাল ৭:২৮
০১ লা নভেম্বর, ২০১৭  সকাল ৭:২৮
মনিরুল হাসান বলেছেন: আবারও সেই এমনি বাবার মুরিদ নামের চামচা গুলা 
হাদিস কোরআন ভুইলা গিয়া বাবার লেখা জিকির পড়ে
আবারও সেই 'এমডি' বাবার...... 
হাদিস কোরআন ভুইলা গিয়া বাবার লেখা 'থিসিস' পড়ে......
'এমনি' বাবার বদলে 'এমডি' বাবা। 'জিকির' পড়ে না, থিসিস পড়ে।
১০|  ০১ লা নভেম্বর, ২০১৭  সকাল ৮:১১
০১ লা নভেম্বর, ২০১৭  সকাল ৮:১১
মলাসইলমুইনা বলেছেন: গানটা শুনতে গিয়ে দেখি ভিডিওটা কাজ করছে না !
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২১
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
++++