নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

কালো মাইয়া কালো বইলা - চাইম

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩





কালো মাইয়া কালো বইলা

কইরো না যে হেলা

ওরে সাদা মুখে নাইরে যাহা

কাল দেহে আছে তাহা

ও কি হায় হায়

কালো মাইয়ার দুঃখ

কেউ বুঝতে না চায়



লিলি শেফালী আর বকুল

সুন্দর যে লাল গোলাপ ফুল

কত ফুল যে আছে দুনিয়ায়

ওরে সবচাইতে দামী ফুল যে

কালো গোলাপ দুনিয়ায়

ও কি হায় হায়

কালো মাইয়ার দুঃখ

কেউ বুঝতে না চায়



সুন্দর মুখের মিষ্টি কথা

শুনে সবাই বিভোর হয়

যায় না বোঝা মনটা কেমন হয়

ওরে কি আছে লুকাইয়া

সাদা অন্তরের ও ভিতরে

ও কি হায় হায়

কালো মাইয়ার দুঃখ

কেউ বুঝতে না চায়



মধুরকন্ঠী কোকিল কালো

পাখির রাজা ফিঙ্গে কালো

সবাই ভালোবাসে কালো চুল

ওরে সব রং মিশে হয়

যেই রং সেইটা কালো রে

ও কি হায় হায়

কালো মাইয়ার দুঃখ

কেউ বুঝতে না চায়











শিল্পীঃ চাইম /খালিদ

অ্যালবামঃ কালো মাইয়া

সুরকারঃ চাইম*

গীতিকারঃ কবির বকুল

বছরঃ ১৯৯৫/৯৬*



*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।





মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

নুরএমডিচৌধূরী বলেছেন: কালো মাইয়া আমার পছনদ

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

লিরিকস বলেছেন: আমারও।

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মামুন রশিদ বলেছেন: দারুণ!

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

লিরিকস বলেছেন: দারুন গান।

ভালো থাকুন সব সময়।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

তূর্য হাসান বলেছেন: আপনার জন্য পুরনো দিনের গানগুলোর দেখা পাচ্ছি। ধন্যবাদ।

কীত্তনখোলা নদী নিয়ে অনেক সুন্দর একটা গান রয়েছে চাইমের।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

লিরিকস বলেছেন: সব দেওয়া হবে ভাইয়া।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৫

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ!

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

লিরিকস বলেছেন: আপনার বাবু কালের ছবিটা অনেক কিউট।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস। :)

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

লিরিকস বলেছেন: ধন্যবাদ। :)

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৬

রাজিব বলেছেন: এই গানটা খুবই সুন্দর। ১৯৯০ এর দশকটা আসলেই ব্যন্ড গানের স্বর্ণযুগ ছিল। আমার মনে হয় এর পেছনে ৩ টা কারণ ছিলঃ ১। স্যাটেলাইট টিভি বা ডিশের কানেকশন দেশে অনেক সীমিত ছিল। ২। গানের ক্যাসেট বিক্রি হত অনেক- কম্পিউটার সিডি এগুলো এসে পাইরেসি অনেক সহজ করে দেয়। আর এখন ইন্টারনেটে সব গানই বিনা পয়সায় পাওয়া যায়। ৩। নিয়মিত অনেক কনসার্ট হত এবং হাজার হাজার তরুন তরুণী তাতে যোগ দিত।
আমি সাধারণত কথা দিলে কথা রাখি। গত ২ মাস ধরে শুধু অনেক না পুরোই ব্যস্ত। প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে হয়েছে এখনও হচ্ছে। তবে আশা করি আপনার প্রতিটি গানে কমেন্ট করব। আপনি আসলেই অনেক অসাধারন কাজ করছেন। আশা করি থামবেন না।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

লিরিকস বলেছেন: আপনাকে পেয়ে যে খুশি লাগছে :) :) :)



খুব খুব ভালো থাকুন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.