নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বেদনা মধুর হয়ে যায় - জগজিৎ সিং

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০





বেদনা মধুর হয়ে যায়,

তুমি যদি দাও ।।

মুখের কথাই হয় যে গান,

তুমি যদি গাও ।।

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।



কুয়াশায় রাত হয় ভোর,

কেটে যায় আঁধারের ঘোর ।।

চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও ।।

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।



যেদিন জেনেছে এই মন,

তুমি যে আমার

সেই থেকে যা পেয়েছে সে,

সবই যে তোমার ।।



যত ভুল ভেঙে গিয়ে তাই,

দেখি ফুল যেদিকেই চাই ।।

দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও ।।

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

মুখের কথাই হয় যে গান,

তুমি যদি গাও ।।

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।











শিল্পীঃ জগজিৎ সিং

অ্যালবামঃ তৃষ্ণা

সুরকারঃ জগজিৎ সিং

গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়







ব্লগার অঘটনঘটনপটীয়সী আপুর পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:





সরি লিরিকস।



জনাব/জনাবা মডারেটর আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

অতি দুঃখের সাথে বলতে হয় এই পোষ্ট নির্বাচিত পাতায় যাওয়ার মতো নয়। একটা লিরিকস আর একটা ভিডিও লিঙ্ক নির্বাচিত পাতায় ! যদি ভুলক্রমে ঘটনাটা ঘটতো তাহলে আমি কিছু বলতাম না কিন্তু এই রকম এবং একই ব্লগারের আরো কমপক্ষে ২০/২৫ তারও বেশি হতে পারে নির্বাচিত পাতায় গিয়েছে। এটা অন্যায় এবং আমার মনে হয় ক্ষমতার অপব্যবহার

৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৬

লিরিকস বলেছেন: সরি হবার কিছু নাই আমিন ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি, অন্যায়ের বিরুদ্ধে সব সময় আপনি প্রতিবাদী।

সত্যিই এটা অন্যায়, একটা লিরিকস আর একটা ভিডিও লিঙ্ক নির্বাচিত পাতায় যাওয়া একদম ঠিক নয়। আপনার মত আমারও মনে হয় এটা অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার। আমিও আপনার পাশে আছি।

জনাব/জনাবা মডারেটর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ অনশন করে, হরতাল ডাকে, মানব বন্ধন করে, আমি ও গুলো না করে আমার সমস্ত পোস্ট ড্রাফট করে নিচ্ছি। প্রতিবাদের স্মৃতি হিসাবে এই পোস্ট থাকল।

কিছু কিছু গানের সঠিক তথ্য শুধু আমাদের সামুতে ছিল, যে গুলো অন্য ব্লগার তথ্য দিয়ে সাহায্য করেছিল। বাংলা গানের কথা লিখেছেন বা সুর করেছেন কারা তাদের সঠিক নাম থাকার দরকার ছিল, আশা করি করবে হয়ত অন্য কেউ।

শুনলাম শোভন ভাইয়ের বাবা মারা গেছেন, শুনে মন টা ভালো লাগছিল না, শোভন ভাইয়ের সাথে দুষ্টমিটাই বেশি হত। আমার একটা সংকলন পোস্ট আসবে এবং আমি লিখব সেখানে কে সব চেয়ে বেশি মন্তব্য করেছে, এই কথা শুনে এক রাতে আমাকে প্রায় ৪০ টি মন্তব্য করেছিল। অনেক দোয়া রইল ওনার বাবার জন্য।

আপনার সাথে তুমুল আড্ড দেবার প্লান ছিল মিরপুর ১০/কালশি আগামী সপ্তাহে, হবে হয়ত কোন একদিন।

প্রতিটি মন্তব্যই আমার খুব প্রিয়, তবে এই পোস্টের মন্তব্য গুলো মনে হয় এখন অপ্রয়োজনীয়। মন্তব্যকারী দের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি মুছে দেবার জন্য।

আমাদের অন্যায়ের প্রতিবাদ চলবে।

আপনার জন্য হৃদয় নিংড়ানো শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.