নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা নাকি ছোট হতে হতে - মহীনের ঘোড়াগুলি

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১



পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেব্‌লের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা হা আ হা।।

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডী
আ হা হা হা আ হা

ভেবে দেখেছো কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।।

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা হা আ হা।।

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দী,
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।।

স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গী,
আ হা হা হা আ হা।।
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা হা আ হা।।
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।।





শিল্পীঃ ক্রস উইন্ডস/গৌতম/পল্লব
গীতিকারঃ গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রয়
সুরকারঃ গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রয়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে
বছরঃ ১৯৯৫


ব্লগার জাহাঙ্গীর আলম৫২ ভাইয়া সহ অনেকর প্রিয়।


দেখতে পারেন

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: অসম্ভব প্রিয় একটা গান। অনেক ভাল লাগে। তবে আমি জানতাম এটা জেমস এর গান।






আর আমার রিকোয়েষ্ট ছিল নিচের কথাগুলো যে গানটিতে আছে তার পূর্ণরুপ (সম্পূর্ণ গানটি)



তুমি তুমি তুমি মিলে
তোমরা সবে নাকি সভা করেছিলে
না বলা অনেক কথার কথা তুলেছিলে
অনেক কঠিন ধাধার ............

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

লিরিকস বলেছেন: আপনার ভালোলাগা গানটা দিয়েছি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্ত ভাল লাগে গানটা!!!

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

লিরিকস বলেছেন: সবাই ভাবে এটা জেমসের গান

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ৷

বাংলা বর্তমান গানের ইতিহাসে উনাদের যথেষ্ট ভূমিকা আছে ৷আরো কিছু গান দিতে পারেন ৷

ভাল থাকবেন ৷ শুদ্ধতায় আরো পোস্ট দিতে থাকুন ৷

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

লিরিকস বলেছেন: আরো কিছু গান দেব ভাইয়া।

শুদ্ধ করে আরো পোস্ট দিব।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.