নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে - রবীন্দ্র সংগীত (অপ্‌সরা আপির অসাম কন্ঠে গানটি শুনুন)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩





ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার!

না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥



বুঝি গো রাত পোহালো,

বুঝি ওই রবির আলো

আভাসে দেখা দিল গগন-পারে--

সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥



আকাশের যত তারা

চেয়ে রয় নিমেষহারা,

বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।

তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।



প্রভাতের পথিক সবে

এল কি কলরবে--

গেল কি গান গেয়ে ওই সারে সারে!

বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে ॥



আমাদের অপ্‌সরা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে











গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ পৌষ, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: আমার গানটা দিলে না!!!!!!!!!!!:(

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

লিরিকস বলেছেন: বহুত খুঁজেছি X( X( X( X(

bhenge mor ghorer chabi + Akashlina + mediafire

এই সব লিখেও সার্চ দিয়েছি X( X( X(

soundcloud + ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে + akashlina2011
X(( X(( X((

আমি কোন লিংক পাইনি :( :(

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

অপ্‌সরা বলেছেন: ওকে দাঁড়াও এখুনি দিচ্ছি!

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

লিরিকস বলেছেন: এডিট করেছি :) :)

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬

অপ্‌সরা বলেছেন: Click This Link

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

লিরিকস বলেছেন: ভেঙে মোর ঘরের চাবি নি-ই-য়ে যাবি কে আমারে

:) :) :)

অসাম!

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১২

প্রবাসী পাঠক বলেছেন: অপ্সরা আপুর কণ্ঠে গাওয়া গানটা অসাধারণ। ডাউনলোড করে রাখলাম।

পোস্টে প্লাস।

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অসাধারণ! অপ্সরা আপিরটা দারুন!!!

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পার :)

৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৭

জাফরুল মবীন বলেছেন: লিরিকস অপসরা কিন্তু নিজ কন্ঠে এ গানটি ছাড়াও অারেকটি গানও অামাকে শুনিয়েছিল রোজার ঈদের সময়।ওটারও লিংক পেয়ে যাবে অপসরাকে বললে।ও আসলে গড গিফ্টেড মাল্টিডিসিপ্লিনারী জিনিয়াস।ওর হাতের ফ্রাইড পমফ্রেট, নুডুলস আর জর্দা উইথ ম্যাঙ্গোবার খেতে খেতে ওর গান শোনার সুখস্মৃতি এখনও জ্বল জ্বল করছে চোখের সামনে ! =p~

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

লিরিকস বলেছেন: কিপ্টুস একটা :P ওর জন্মদিনে কিছুই খাওয়ানি X( X(

তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

৭| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০

তুষার কাব্য বলেছেন: অসাধারণ! আমি অপ্‌সরা আপু'র গান'র সাথে আমার ভায়োলিন টা দিয়ে মিক্সিং করতে চাই...দেখি কেমন হয়...আপু কই ? :D

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

লিরিকস বলেছেন: করুন মিক্সিং, ভালো হবে, লিংক দিবেন আমাকে।

তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

৮| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: @অপ্‌সরা আপুর গাওয়া গানটা এখনো শুনতেছি 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগার অপ্‌সরা তো দেখছি একজন ব্লগারই না গায়িকাও । ধন্যবাদ অপসরা আপু।




লিরিকস কে ধন্যবাদ সবসময়

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

১০| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে


ডাউনলোডেট





তোমার খোলা হাওয়া -এর লিংকু কই?

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

লিরিকস বলেছেন: লিংক এই পোস্টে আছে।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

তূর্য হাসান বলেছেন: আরে অপ্‌সরা দারুন গায় তো।
ডাউনলোডেড। এন্ড থ্যাংক লিরিকস।

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

♥কবি♥ বলেছেন: দারুন ব্র..। আপুনির গায়কি দারুন লাগল। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪

মামুন রশিদ বলেছেন: বাহ, বেশ গেয়েছে । এই যে শায়মার গান শুনলাম, এই উপলক্ষে সে কিছু খাওয়াবে না!!

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫

লিরিকস বলেছেন: কিছু খাওয়াবে না ভাইয়া, একদম কিপ্টুস!! ;) ;)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১

আবু শাকিল বলেছেন: অপ্সরা আপু

আমি মুগ্ধ :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

লিরিকস বলেছেন: তোমার খোলা হাওয়া আমাদের শায়মা আপির অসাম কন্ঠে গাওয়া গান টি শুনতে ও ডাউনলোড করতে পারেন :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লাগলো অপসরা আপুর কন্ঠে ।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

আরুশা বলেছেন: আপুনি অসাধারন কন্ঠ তোমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.