নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
দিনে রাইতে তোমায় আমি।।
খুঁইজা মরিরে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে।।
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে।।
যদি না পায় তোমারে, আমার জীবনের তরে।।
সোনার জীবন অঙ্গর হইব।।
তোমার লাইগারে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই।।
মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।
পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।
যদি না পায় সেকালে, প্রেম যাইবে বিফলে।।
তখন কিন্তু বলব আমি।।
প্রেম কিছুই নারে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে.........
মুজিব পরদেশী
ওভি
শিল্পীঃ মুজিব পরদেশী
সুরকারঃ মুজিব পরদেশী
গীতিকারঃ মুজিব পরদেশী
ব্লগার কান্ডারি অথর্ব ভাইয়ার অনুরোধে গানটি দেওয়া হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো গান @লিরিকস
আচ্ছা , এই কান্ডারি টা কে , ওনাকে অনেকেই উৎসর্গ করছে দেখলাম । ওনাকে নিকে ব্লকে (!) বেশ আলোচনাও হচ্ছে । আমি ব্লকে নতুন ! বুঝতে পারছি না কিছুই
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
লিরিকস বলেছেন: আমি বলগে বেশ চিনিয়ার তাই তারপরও আমিও বুঝতে পারছি না কিছুই
খোঁজ লাগাইতেছি
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
মামুন রশিদ বলেছেন: আহাহা, সেই রকম গান । আরেকটা কি যেন জেলখানা নিয়ে একটা গান ছিল না! ছোটবেলায় চলে গেলাম আপু!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
লিরিকস বলেছেন: জেলখানার গানটা এখনও শুনি নি, শুনে দেখব।
৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: গানটি আগে কখনো শুনিনি। তবে গানের কথাগুলো ভাল লাগছে।
আপনি অনিয়মিত হয়ে গেলেন কেন।
একটি আবেদন:
ওলীর ও কথা শুনে বকুল হসে
তাহার মত তুমি আমার কথা শুনে হাস নাতো
গানের কাথাগুরো কি সামুর হৃদয় পটে এটে দেয়া যায় ????
ভাল থাকবেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
লিরিকস বলেছেন: ওভি নামের যে লিংকটা দিসি ওটা শুনবেন।
অবশ্যই দেওয়া যাবে ভাইয়া।
এই গানটা সেলিম আনোয়ার ভাইয়ারও খুব প্রিয়।
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
তুষার কাব্য বলেছেন: আমার কৈশোরের গান....মুজিব পরদেশীর অনেক গান শোনা হত তখন...কান্দিস নারে বিন্দিয়া,আমার মন তরে পারলাম না , আমি বন্দী কারাগারে......অন্যতম...
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২
লিরিকস বলেছেন: আমি ওনার খুব কম শুনেছি।
শুনে দেখব ভাইয়া।
৬| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
আমিনুর রহমান বলেছেন:
তোমার জন্য একটা বই আছে উপহার হিসেবে ব্লগার জাফরুল মবীন ভাই এর কাছ থেকে। ভাইয়া'র কাছে থেকে নিয়ে নিয়ো আমি পাঠিয়ে দিবো।
তোমার জন্য ম্যাসেজ জাফরুল মবীন ভাই থেকে -
ব্লগার লিরিকসঃ এই ছোট্ট মানুষটি সামুর ব্লগারদের মন ভাল রাখতে গান উপহার দিয়ে যাচ্ছে নিরলসভাবে; অনেকক্ষেত্রেই তা ব্লগারদের পছন্দমত।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২
লিরিকস বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ তোরে.....
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
লিরিকস বলেছেন:
৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক পুরাতন জনপ্রিয় একটি গান।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
লিরিকস বলেছেন:
৯| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:২১
তূর্য হাসান বলেছেন: ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই।।
মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।
পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।
যদি না পায় সেকালে, প্রেম যাইবে বিফলে।।
তখন কিন্তু বলব আমি।।
প্রেম কিছুই নারে . . . .
আমার খুব ভালো লাগা গান।
মুজিব পরদেশী আসলেই খুব আবেগ দিয়ে গান গাইতো।
ধন্যবাদ পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ায়।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
লিরিকস বলেছেন: আপনি কেমন আছেন?
১০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কত কত গান যে জীবনেও শুনিনি আজ বুঝতে পারছি।
অটঃ আমি কি পোস্ট দিবো বল? আমি তো গল্পও লিখি না, কবিতাও না। তাই তো কোন পোস্টও নেই।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
লিরিকস বলেছেন: আমি নিজেও তো কিছু লিখু না
মুক্তিযুদ্ধের উপর সিনেমা নিয়ে একটা পোস্ট দাও।
খুব সুন্দর একটা পোস্ট হবে, মনে হয় অনেকেরই এই রকম আছে কিন্তু তুমি লিখবা তোমার ভিউ দিয়ে।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
আবু শাকিল বলেছেন: গান ভালা পাইলাম
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
লিরিকস বলেছেন:
১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সহজ মনের সরল কথা... অকপট প্রকাশ হৃদয়ের সুরে................
এজন্যই এরা চিরন্তনী!!!
অনেক ধন্যবাদ মনে করিয়ে দেয়ায়!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
লিরিকস বলেছেন:
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
জাফরুল মবীন বলেছেন: শ্রুতিমধূর প্রেমের গান!
ধন্যবাদ লিরিকসকে
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
লিরিকস বলেছেন:
ভালো থাকুন।
শুভেচ্ছা।
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৭
জেরিফ বলেছেন: হৃদয় ছুঁয়ে যায় গানের কথাগুলো ।ছোট বেলায় অনেক শুনতাম গানটি আমাদের এলাকায় প্রায় দোকানে চলত সারাক্ষণ ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
লিরিকস বলেছেন:
ভালো থাকুন।
শুভেচ্ছা।
১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেলিম আনোয়ার ভাইকে খূজতে পোষ্ট দিয়ে আমাদের গানোপিডিয়ার লেখিকাই যে হারিয়ে গেল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তার কি হপি!!!!
নতুন পোষ্ট দিতে হপি- লিরিকস!!!!!!!!!!!!! তুমি কোথায়?????
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
লিরিকস বলেছেন: এই তো আমি হাজির
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মুক্তিযুদ্ধের উপর সিনেমা নিয়ে পোস্ট! না রে বাবা। ভয় পাই আমি এই সব।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
লিরিকস বলেছেন: এমন ভয় পেলে যে পোস্ট সব আবার গায়েব
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
যোগী বলেছেন:
সব গান শুনি এটাও শুনেছি।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
লিরিকস বলেছেন: ভালো থাকুন।
শুভেচ্ছা।
১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটার লেখা ও সুর - হাসান মতিউর রহমান; মুজিব পরদেশী নন।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
সালমান মাহফুজ বলেছেন: ভালো লাগল গীত ।