নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
ওলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।
ওলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে।।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।
ওলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো.......
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
ব্লগার ইমতিয়াজ ১৩ ও সেলিম আনোয়ার ভাইয়ার ভালোলাগা গানটি দেওয়া হয়েছে।
নোট- এই পোস্ট সাময়িক পোস্ট থেকে রেগুলার পোস্ট করা হয়েছে- ২৩/১১/২০১৪
ব্লগার সেলিম আনোয়ার ভাইয়া কই গেলেন? (সাময়িক পোস্ট)
আমি ব্লগে আসার পর থেকেই ব্লগার সেলিম আনোয়ার ভাইয়াকে দেখেছি উনি সব সময় আছেন সবার সাথে। পোস্ট দেওয়া, মন্তব্য করা, সবাইকে এক করে ব্লগকে জমজমাট করতে অনেক ট্রাই করেছেন। আমি জানি না উনার কি হয়েছে, ফেস বুকেও তেমন সাড়া পাচ্ছিনা। হয়ত অনেকের সাথে আরো ভালো রিলেশন আছে। দয়া করে আপনারা দেখবেন উনার কি হয়েছে। ১ মাসের উপরে উনার কোন খবর নাই।
উনার সুস্থতা কামনা করছি।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১
লিরিকস বলেছেন: আপনার কথা যেন সত্যি হয়।
ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: তাইতো, সেলিম আবার রাগ করলো কার উপর?
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
লিরিকস বলেছেন: আমার তো সেই একই প্রশ্ন
৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সেলিম আনোয়ার ভাই বর্তমানে মালয়েশিয়াতে আছেন। আপাতত তার পড়াশুনা নিয়ে ব্যাস্ত।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
লিরিকস বলেছেন: ভাইয়া আমিও সবই জানি, দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
আবু শাকিল বলেছেন: সেলিম ভাইকে ত দেখলাম ফেবুতে নিয়মিত আছেন!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
লিরিকস বলেছেন: ভাইয়া আমিও সবই জানি, দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: যতটুকু জানি সেলিম ভাই মালয়েশিয়া আছেন পড়াশুনার জন্য। ফেসবুকে খোঁজ নিয়ে দেখতে হবে ভাই।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
লিরিকস বলেছেন: ভাইয়া আমিও সবই জানি, দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: সেলিম ভ্রাতাকে ব্লগে মিস করি
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
লিরিকস বলেছেন: দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
*কুনোব্যাঙ* বলেছেন: সেলিম ভাই ক্যামেরুন হাইল্যান্ডে আছেন এখন
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন: মাফিয়া ডন
৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
আমিনুর রহমান বলেছেন:
সেলিম ভাই সেই যে মাল্টি দিয়ে একটা কমেন্ট করে চলে গেলো আর ফিরে আসলো না
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
লিরিকস বলেছেন:
৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০
তুষার কাব্য বলেছেন: আবু শাকিল বলেছেন: সেলিম ভাইকে ত দেখলাম ফেবুতে নিয়মিত আছেন!
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
লিরিকস বলেছেন: দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একজন প্রলিফিক কবি যিনি নিয়মিত কবিতা প্রকাশ করতেন...
আমরা কি তাকে হারালাম?
ধন্যবাদ লিরিকস....
আরেকজন সুপার-একটিভ ব্লগারের কথা মনে পড়ে গেলো...
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
লিরিকস বলেছেন: দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,
কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই আপনি কোথায় ? আমিতো ফিরে আসছি ভাই। আসেন ভাই আবারও আমাদের যাত্রা শুরু হোক নতুন ভাবে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: কান্ডারি অথর্ব ফিরে এসেছেন আপনিও ফিরে আসুন,
যারা ফেবু ওনার সাথে এ্যাড আছেন তারা এই পোষ্ট এর নিংকটা ওয়ালে দিয়ে দেন। আরো একজন প্রিয় ব্লগার সামুথেকে হারিয়ে যাচ্চেন তিনি হলেন bakta
কেউ হারিয়ে না যাক আমাদের এই প্রিয় প্লটাফর্ম থেকে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেলিম ভাই .. মিস ইউ
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সেলিম আনোয়ার ভাইয়াকে খুজতে গিয়ে আপনি হারিয়ে গেলন ক্যাঁন
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
লিরিকস বলেছেন: উনার আসার অপেক্ষার ছিলাম।
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: সেলিম আনোয়ার মাঝে মধ্য কিচ্ছু না জানাইয়া নিরব থাকে এটাই মনে হয় কবিদের স্বভাব ।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
টাবলীগহেপী বলেছেন: আসলে উনি সবদিকেই ভালো আছেন- ভালো ভালো কাজে নিজকে লিপ্ত রেখেছেন।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বীরজারা ছবির গানটি মনে পড়ল। মে ইহা হো ইহাহো ইহা সনম সমঝলো মিট গিয়া দূরিয়া মে ইহা হু ইহা হু ইহা....................
ভাল থাকবেন লিরিক্স। পরিশ্রম কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি তাহার উপর একখানি নিঠুর বাস্তবতা বিষয়ক তিক্ত কর্মশালা চলছে। অত্যন্ত নিষ্ঠুরতার সহিত তাহাতে অংশগ্রহন চলছে।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
লিরিকস বলেছেন: ইহা হু
খুব খুশি।
ধন্যবাদ ভাইয়া।
সবাই কে শুভেচ্ছা। সবার উত্তর দেব। সাময়িক পোস্ট নিয়ে আসছি দ্রুতই
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: @সেলিম ভ্রাতাকে দেখে ভালো লাগলো খুব । কেমন আছেন ? আপনার পরিশ্রম সফল হোক , অনেক শুভকামনা
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
লিরিকস বলেছেন: উনি ফিরে এসেছেন
আর এই পোস্ট কিভাবে রেগুলার পোস্ট বানাব তার পরমার্শ দেন
১৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর ফুলভার্সন না থাকায় নিকে ক্লিক করে আমি অন্যের ব্লগে যেতে পারতাম না , গত কাল থেকে দেখছি ভার্সনটি চালু হয়েছে ।
আপনার ব্লগে এসেই দেখি প্রিয় কবি সেলিম আনোয়ারকে নিয়ে পোস্ট ।
আমার ধারনা মালয়েশিয়ায় উনি সামু নামে কোন মেয়ের প্রেমে পড়ে ছ্যাকা খেয়েছেন । তিনি মেয়েটিকে ভুলতে চাইছেন ।
সামুতে এলে সামুর কথা মনে পড়ে যায় , তাই তিনি সামুতে আসছেন না ।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
লিরিকস বলেছেন: ছ্যাকা খেয়েছেন
আপনি খুব মজার মানুষ ভাইয়া।
২০| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
ঘাড়তেড়া আমি বলেছেন: উনাকে দেখতে মাফিয়া রামছাগল ডন এর মত লাগে । উরিবাবা!!
ঘাড়তেড়া ।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
লিরিকস বলেছেন: আপনি নিজেই ছাগুদের মত আচারন করলেন। সুস্থ হোন।
আর অন্য কারো মত অনুকরন না করে নিজেস্বতা নিয়া ব্লগিং করুন।
আমার ব্লগে আপনি আসবেন না। অনুরোধই করলাম।
ভালো থাকুন।
২১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটা কি এডিট করা হয়েছে নাকি? আগে তো মনে হয় গানটা ছিল না। আর সেলম ভাইকে ২ তিনটা পোস্টে কমেন্ট করতে দেখলাম। উনি আবার আগের মত নিয়মিত হবেন এই প্রত্যাশা করি।
আমার নতুন আইডি দিয়ে ঘুরে গিয়েছিলাম আপনার ব্লগে। নতুন কোন পোস্ট নেই কেন?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬
লিরিকস বলেছেন: নতুন আইডি তে আমি ঘুরে এসেছি
২২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর গান।
অটঃ আমার কিছু হয়নি আপি। আমি ভাল আছি।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
লিরিকস বলেছেন: পোস্ট ফিরিয়ে আনবার জন্য শুভেচ্ছা।
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: হাসলাম । খুশি?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
লিরিকস বলেছেন: না খুশি না। খুশি না বলেই এই পোস্টের পরে কোন পোস্ট এখনো দেয়নি।
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
তারছেড়া লিমন বলেছেন: আমার পরিচয় বেকার যুবক আমি
ঠিকানাতো একটাই দৈন্য
ডিগ্রীর ভাড়ারেতে তবু কিছু মাল আছে
পকেটের ভাড়ারটা শূন্য..
নচিকেতার গাওয়া এই গানটা দরকার............ ভাল থাকুন.....
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
লিরিকস বলেছেন: দেব
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২
মহান অতন্দ্র বলেছেন: আমার সব গানেই ২/৩ লাইনের পর আর কিছু মনে থাকেনা । বাকিটা নিজেই বানিয়ে গুনগুন করে গেয়ে ফেলি ।
আপনার পোষ্টটি ভাল । কাজে লাগবে । আর হয়ত এরকম করতে হবে না ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
লিরিকস বলেছেন:
ভালো থাকুন।
শুভেচ্ছা।
২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২
মনিরুল হাসান বলেছেন: সুন্দর একটা গান। লিরিকে একটুখানি ভুল -
আকাশ পারে ঐ আনেক দূরে =
আকাশ পারে ঐ অনেক দূরে
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
লিরিকস বলেছেন: ওকে ডান
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩
লেখোয়াড় বলেছেন:
কিছু হয়নি।
অতিরিক্ত ব্লগিং করে হাফিয়ে উঠেছিলেন, তাই একটু দম নিতে গিয়েছেন।
সময় হলেই চলে আসবেন।
চিন্তা কইরেন না।