নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে উঠা জলধারা
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।।
যদি তুমি না আসো-এ হ্রদয় গহীনে
বিশ্বাসে লাভ কি বাঁচা কোন কারণে
দেরী নয়, দেরী নয় সুন্দরীতমা
চিৎ কার করে বলো-ভাল নেই তুমি ছাড়া
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।।
শুধু তোমার সম্মতিতে-পৃথিবী আমার হাসে,
বুঝবে সে জন শুধু-যে মানুষ ভালবাসে
দেরী নয়, দেরী নয় সুন্দরীতমা
চিৎ কার করে বলো-ভাল নেই তুমি ছাড়া
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে উঠা জলধারা
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।।
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
সালঃ ২০০০
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
লিরিকস বলেছেন: দেব ভাইয়া।
গানের কথা গুলি সত্যিই সুন্দর।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২
তূর্য হাসান বলেছেন: কেমন আছেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
লিরিকস বলেছেন: আমি ভালো
আপনি?
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
প্রবাসী পাঠক বলেছেন: জেমস আমার পছন্দের শিল্পী। উনার প্রতিটি গানই ভালো লাগে।
দেশাত্মবোধক কিছু গান দেয়ার অনুরোধ রইল।
পোস্টে প্লাস।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
লিরিকস বলেছেন: দেশাত্মবোধক গান এত কম আমাদের দেশে
যুদ্ধে পরে বছরে মাত্র ১০ করে গান লিখলেও তো ৪০০ + গান হত।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: একটি গানের আবেদন বারে তার কথায় এর এই গানের কাথামালার মধ্যে সবচেয়ে বেশী আকুতি
যদি তুমি না আসো-এ হ্রদয় গহীনে
বিশ্বাসে লাভ কি বাঁচা কোন কারণে
দেরী নয়, দেরী নয় সুন্দরীতমা
চিৎ কার করে বলো-ভাল নেই তুমি ছাড়া
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু।।
ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
লিরিকস বলেছেন: গানের কথা গুলি সত্যিই সুন্দর।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল গান।
কেমন আছো???
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
লিরিকস বলেছেন: আমি ভালো আছি কিন্তু তুমি ভালো নাই বলে মনে হচ্ছে
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমিও ভাল আছি
০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
লিরিকস বলেছেন: আমি তোমার পোস্টে কিছু লিখতে পারি না
পোস্ট নাই
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: হাহাহা। সমস্যা নাই। হয়তো আবারো পোস্ট আসবে।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
লিরিকস বলেছেন:
৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জেমসের পদ্মপাতার জল গানটির লিরিক দিয়েন আপু। গানটি আমার খুব পছন্দ।
পোস্টে+++