নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।
ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।
অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না।।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।
শিল্পীঃ বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ আকাশচুরি
সুরকারঃ বাপ্পা মজুমদার/ সঞ্জীব চৌধুরী
গীতিকারঃ কামরুজ্জামান কামু
বছরঃ ২০০২
ব্যান্ডঃ দলছুট
অঘটনঘটনপটীয়সী আপুর পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
লিরিকস বলেছেন: ভালো ভাইয়া।
অনেক ব্যাস্ত। সময় পাচ্ছি না।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
ইফাত আরা বলেছেন: দারুন প্রিয় এই গানটি আমার।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
নীলপরি বলেছেন: গানটি প্রথম বার শুনলাম । ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য ।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
মামুন রশিদ বলেছেন: প্রিয় সঞ্জীবদা'র জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা ।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন দারুন সংগ্রহ
ভাল লাগা জানবেন
অনেক শুভ কামনা
পোষ্টে+++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
লিরিকস বলেছেন: অনেক ভালো লাগা।
শুভেচ্ছা।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
পাজল্ড ডক বলেছেন: মেলোডিয়াস।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে লগইন করতে বাধ্য হলাম ।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩
লিরিকস বলেছেন:
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা।//
লিরিকসকে শুভেচ্ছা....
অনেক দিন পর পর আপনাকে পাই.... বিষয় কী?
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
লিরিকস বলেছেন:
একটু ব্যস্ত ভাইয়া, আর রিদমটা কোথায় যেন হারিয়ে ফেলেছি।
একটা পোস্ট লিখবার চেষ্টা করছি।
শুভেচ্ছা।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
তূর্য হাসান বলেছেন: অনেক দিন পর। পছন্দের গান নিয়ে।
ধন্যবাদ। ভালো থাকুন।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮
লিরিকস বলেছেন: আমি পোস্ট দিয়ে আপনার ব্লগ বাড়ি ঘুরে এসছি নতুন পোস্টের আশায়।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: গানটা স্কুলে থাকতে শুনেছিলাম প্রথম , আমরা ফ্রেন্ডরা স্কুলে গাইতাম। গান বা সুর কখনও কোন সময়ের কথা মনে করিয়ে দেয় , আমার স্কুলের সময়ের কথা মনে পড়ে গেল ! কেমন আছ লিরিক আপু ?
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১
লিরিকস বলেছেন: আলাহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি।
সেই পুরানো পোস্ট দেখে মন খারাপ করে ফিরে এসেছি।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: থ্যাঙ্কিউ লিরিকস!!!
আমার খুব খুব খুব পছন্দের একটা গান।
প্লাস দিলাম।
কেমন আছো আপি?
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯
লিরিকস বলেছেন: বলছিলাম না
ভালো নাই কারন
পোস্ট নাই, ফেবু অফ
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যাদের কাজ রিদম ভাঙ্গা.... রিদম ধরে রাখা নয়
তাদেরকে তা করতে দিয়ে আপনার রিদম ধরে রাখুন....
কে যেন বলেছিলো: "নেগেটিভ চিন্তা এক মিনিটের বেশি নয়"
আপনার এক মিনিট শেষ হয়েছে....
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
লিরিকস বলেছেন: খুব ভালোলাগা। খুব।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
আহমাদ মাগফুর বলেছেন: কিছু কিছু গান আছে যে গান শুনলে পরে সুখ আর দুঃখ একসাথে কাজকরে....
এইটি আমার সেই গানের তালিকার......
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর মন্তব্য ভাইয়া।
খুব ভালোলাগা।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩
কলমের কালি শেষ বলেছেন: বেসম্ভব সুন্দর একটা গান ।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
তুষার কাব্য বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রিয় শিল্পী'র প্রতি...।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অনেক দিন পর অসম্ভব সুন্দর একটি গান নিয়ে ব্লগে শুভাগনে শুভেচ্ছা ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রিয় শিল্পী'র প্রতি।
অনেক ভালোলাগা ভাইয়া।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সঞ্জীব'দা ভাল থেকো ৷
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: অনেকদিন পরে @লিরিকস!
কেমন আছেন ?