নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

এক জীবন (তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়) - শহীদ, শুভমিতা ব্যাণার্জী

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪



তুমি আমি কাছাকাছি আছি বলে,
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।।

তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই।।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।।

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে,
সারা জীবন বাঁচতে চাই।।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।।





শিল্পীঃ শহীদ, শুভমিতা ব্যাণার্জী
অ্যালবামঃ নীলাম্বরী
সুরকারঃ আরফিন রুমি
গীতিকারঃ অনুপম আইচ
বছরঃ ২০১১

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া :)

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

জাহিদ ২০১০ বলেছেন: এই গানটার ভিডিও টা চায়নিজ একটা ভিডিও থেকে পুরাই কপি পেষ্ট করা হইছে। হুবহু সেম টু সেম

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

লিরিকস বলেছেন: চায়নিজ মেয়েটাকে আমার ভালো লাগছে :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

তূর্য হাসান বলেছেন: ভালো লাগা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া :)

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর একটা গান। কিন্তু কপি-পেস্ট ভিডিও।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

লিরিকস বলেছেন: :( :( :(

গান সুন্দর।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

আবু শাকিল বলেছেন: দারুন রোমান্টিক গান :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া :)

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপি একটা অফটপিক। ১৯৩ তম পোস্ট এটা, ২০০ তমটা কি এই বছরই করা যায়? প্লিজ? :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

লিরিকস বলেছেন: আচ্ছা চেষ্টা করছি আপু,

তবে

পরে বলব

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

জাফরুল মবীন বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.