নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

২০০ শত তম পোস্ট, ৯৮ টি সুন্দর গানের সংকলন ও কিছু অজানা কথা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৪





এটা আমার দুইশত তম পোস্ট। খুব ভালো লাগছে ২০০ টা পোস্ট দিতে পেরে। ১৯৭ টা খুব সুন্দর গান আছে আমার এই ব্লগে। কিছু কথা আপনাদের লিখতে ইচ্ছা করছে। কিছু তথ্যও হতে পারে।



ইচ্ছা

ইচ্ছা ছিল হাজার হাজার বাংলা গান দিয়ে ভরে ফেলব, গানে সঠিক তথ্য থাকবে। সামু হবে বাংলা গানের সব চেয়ে বড় ভান্ডার।



সুখ

খুব সুখের বিষয় সবাই আমাকে হেল্প করে বা করেছে, তবে কয়েকজন একটু বেশি উৎসাহ দিয়েছে :) জ্বী আপনাদের কথা বলছি, আপনারা কয়েক জন। অনেক ভালোলাগা, অনেক।



দুইজনের নাম লিখতেই হবে

একজন মনিরুল হাসান ভাইয়া, যিনি নিজেই নিজ কাধে তুলে নিয়েছেন গানের বানান গুলি ঠিক করার দায়িত্ব, উনার একটাই দাবি বানান সঠিক হাওয়া চাই, এক সময় হয়ত বলতে পারব ১০০ ভাগ সঠিক বানানে গান আছে একমাত্র সামুতে। আমার কখনো কখনো মনে হয় উনি শুধু ব্লগে আসেন গানের বানান ঠিক করতে। শ্রদ্ধা রইল।



আরেকজন হল গানচিল ভাইয়া। আপনার জানের উনি ১০০ তম পোস্ট দেবার পর ব্লগে খুব কম আসেন। তবে উনি আমর পোস্টে আসেন সঠিক তথ্য দিতে। ইয়েস - সামুতে সবাই পাবে সঠিক তথ্য। ইউটিউবে বাংলা গানের বেস্ট চ্যানেল উনার, বাংলা গানের জন্য উনার নিরব ভুমিকা আমাকে মুগ্ধ করেছে। আমাকে ইউটিউবের ব্যাপারে উনিই গাইড করেছেন।

আপনারা বলুন শ্রদ্ধা জানিয়ে পারা যায়?



ভুল

প্রথম দিকে যারা আমাকে গান সংগ্রহ করে দিয়েছিলেন তারা হয়ত বা অন্য কোন সাইট থেকে নিয়েছিল, সেখানে অনেক ভুল ছিল। সেগুলো আপনাদের সাহায্যে ওভারকাম করতে পেরেছি। আর অন্য সাইটের সাথে গানের লিংক মিলে যেতে পারে কারন সবাই বেস্ট সং টাই পোস্ট দেয়।



ছন্দপতন

সেই ১৫৫ তম পোস্টে পর আমার ছন্দ পতন ঘটল, ঐ রাতে আমি কেঁদেছিলাম /:), কষ্টে সব পোস্ট ড্রাফট করেছিলাম। আমি ঠিক ভাবে বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি তো কোন অন্যায় করিনি, আমি জানি না কে মডারেটর, কে এবং কেন আমার পোস্ট নেওয়া হল নির্বাচিত পাতায়, মডারেটরদের দৃষ্টি আকর্ষন করবার জন্য আলাদা পোস্ট দেওয়া যেত, আমার পোস্টে এমনিতেই ৪/৫ ব্লগার আসে, এটা আকর্ষন করার মত পোস্ট না, স্টিকি পোস্টে অনেকে যায় ওখানে লেখা যেত- একটা লিরিকস আর একটা ভিডিও লিঙ্ক নির্বাচিত পাতায় যাওয়া একদম ঠিক নয়, মডারেটররা দেখত, যারা স্টিকি করে তারা নিশচই বড় কমকর্তা, তারা দেখত। আমি কেন?

পোস্ট ড্রাফট ও কার জন্য করেছি শুনে খুব কাছের কেউ ব্লগ নিয়ে কোন কথা হবে না বলে সাফ জানিয়ে দিল। আমি কেঁদেছিলাম।

পরে আমাকে বোঝানো হল 'ঝিকে মেরে বউ কে শেখানো হইছে', আমি বুঝলাম, আমি মেনে নিলাম কারন উনি আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ। উনি সঠিক কাজটাই করবেন আমার জন্য, কিন্তু ঝি'রাও মানুষ, তাদের মারলে তারা ব্যাথা পায়, বউ কোন অন্যায় করলে সেটা বউকে বলা উচিত, ঝিকে নয়। এটাই পুরুষদের আচারন হওয়া উচিত।
সুতরাং আমার ছন্দে পতন ঘটল। আর তাই পরের ৪৫ টি পোস্ট দিতে ১২০ দিন লেগে গেল।



ভয়

আমার ভয় লাগত বা এখনও লাগে কোন পোস্ট দিতে, এই বুঝি আমার কাধে বন্দুক রেখে ফ্যায়ার করল মানে ঝি কে পেটালো। একজন জানাল আমি কেন ঘন ঘন সাময়িক পোস্ট দিই? ওত পেতে আছে আমাকে ধরবার জন্য, আমার ভিতরে নতুন ভয় কাজ করল। ভাইয়া কে বল্লাম, ভাইয়া বল্ল ধুস! কিন্তু আমি শংকা থেকে বের হতে পারলাম না। ফলে পোস্ট দেওয়া কমে গেল।

আমি জানি আমি সাহসী নই, আমাকে নিয়ে আবার কিছু হলে কষ্ট পাব, সেই কষ্টের ভাগি কেউ হবে না। সুতরাং বিদায় নেওয়াই ভালো, সাহসী হয়েই না হয় ফিরে আসাব। ঐ দিন রাতের কাঁদার কথা মনে পড়লে হাসি পায় এখন, সো তো সাহসী হচ্ছি।



দোয়া চাই

জুলাই তে আমার সেকেন্ড প্রফ। দোয়া করবেন সবাই প্লিজ। পড়াশুনায় মন দেব খুব করে।



মজার তথ্য

১। আমার ব্লগে যেই এসেছে একবার তার ব্লগে যেয়ে আমি পরিচিত হবার চেষ্ট করেছি, একটা হলেও মন্তব্য করেছি, তবে স্বর্ণা আপুকে কোন মন্তব্য করতে পারিনি কারন উনার কোন পোস্ট নাই, অভি ভাইয়ের ১ম পোস্ট ভাসানী দাদুর ছবি ওটা তে মন্তব্য করেছিলাম কিন্তু পরে দেখি সেটা নাই, সামুর বাগে খেতে পারে, আর একজনরে সাথে আমি পরিচিত হতে চাইনি। এই তিনজনই।

২। ইংরেজী

A Step You Can't Take Back - Keira Knightley গানটা আমি দেয়নি, অন্য একজন এক্সপেরিমন্ট চালিয়েছিল। সফলতা ব্যার্থতা তার। তবে খুব দারুন মজার ছিল।



শেষ কথা

আজ সারাদিন আমি ব্লগে থাকব, তারপর বিদায় নেব। বিদায় টা সাময়িক, ফিরে আসব হয়ত.. তবে সেটা দ্রতো নয়। আমি কোন ব্লগারের জাতও না, তবুও কেন এত নাটক করছি? কারণ ছেড়ে যেতে আমার নিজের কষ্ট হচ্ছে, লোল। বছরের ১ম দিনে নতুন করে সব শুরু করতে চাই।

পূর্ণ শ্রদ্ধ রয়েছে আপনাদের সাবার প্রতি, না কোন অভিযোগ করছি না কারো প্রতি, আমি জানি সবাই আমার পরম শুভাকাংখি।

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকুন সবাই।

ও বন্ধু আপনাদের মিস করব ভীষণ



নোট-

চেষ্টা করব সবার মন্তব্যের উত্তর দেবার, তবে ৬ মাস এক বছর আথবা আরো দেরি হতে পারে। প্লিজ কেউ রাগ করবেন না।

অঘটনঘটনপটীয়সী আপু তোমাকে কোথায় মেল করব।







৯৯ টি সুন্দর গানের সংকলন









অবসকিউর - মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

অবসকিউর - কলিকালের ভণ্ড বাবা

অঞ্জন দত্ত - তুমি আসবে বলে তাই (এ্যালবামঃ পুরনো গীটার )

অঞ্জন দত্ত - 2441139 (চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো)











আজম খান - আমি যারে চাই রে

আইয়ুব বাচ্চু (এলআরবি)- এখন অনেক রাত

আইয়ুব বাচ্চু - বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

আইয়ুব বাচ্চু (এলআরবি)- ঘুম ভাঙা শহরে

আইয়ুব বাচ্চু - সেই তুমি (চলো বদলে যাই)

আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন - সব সখিরে পার করিতে নেব আনা আনা

আর্ক (আশিকুজ্জামান টুলু) - এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

আর্ক (হাসান) -অভিমানে নয়







এনেছি আমার শত জনমের প্রেম গানটি কার লেখা, সুরকার কে? (সাময়িক পোস্ট) (২৭-০৮-১৪ থেকে রেগুলার পোস্ট)

এন্ড্রু কিশোর - আমার সারাদেহ খেয়ো গো মাটি











কিশোর কুমার - আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

কিশোর কুমার - আশা ছিল ভালোবাসা ছিল

কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - তুমি আসবেই আমি জানি

কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - ও গানওয়ালা

কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়

কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - তোমাকে চাই







চাইম - কালো মাইয়া কালো বইলা

চিত্রা সিং - মনে কর যদি সব ছেড়ে হায়











জেমস - হতেও পারে এই দেখা শেষ দেখা

জেমস - ফুল নেবে না অশ্রু নেবে

জাফর ইকবাল - সুখে থাকো ও আমার নন্দিনী

জগজিৎ সিং - বেদনা মধুর হয়ে যায়







দেশের গান - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

দেশের গান - ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা

দিলরুবা খান - দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল

দলছুট - বায়স্কোপ (তোমার বাড়ির রঙ্গের মেলায়)











নজরুল গীতি - কারার ঐ লৌহ কপাট

নজরুল গীতি - আল্লাহ আমার প্রভু (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল)

নজরুল গীতি - আল্লাহতে যার পূর্ণ ঈমান - (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল)

নজরুন গীতি - ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ

নজরুল গীতি - হারানো হিয়ার নিকুঞ্জ পথে

নজরুল গীতি - খেলিছ এ বিশ্ব লয়ে

নজরুল গীতি - আলগা করো গো খোঁপার বাঁধন

নজরুল গীতি - এ কি অপরুপ রুপে মা তোমায়

নজরুল গীতি - চল চল চল



নচিকেতা - নীলাঞ্জনা ১ (সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা)

নচিকেতা - বৃদ্ধাশ্রম







পেপার রাইম - অন্ধকার ঘরে

পালবাসা সিদ্দিক - ভালবাসি তাই ভালবেসে যাই

পলবাশা সিদ্দীকি - আমি দেখতে পেলাম তারে (আমাদের গানচিল ভাইয়ার লেখা মিষ্টি একটি গান)

পার্থ বড়ুয়া - ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ











ফিডব্যাক - মাঝি ( মাঝি তোর রেডিও )

ফিডব্যাক (লাবু রহমান) - বিদ্রোহী (এখন আমি বিদ্রোহী)

ফেরদৌস ওয়াহিদ - আমার প্রেমের তরী বইয়া চলে

ফিলিংস- জেল থেকে আমি বলছি







ভূপেন হাজারিকা - আজ জীবন খুঁজে পাবি











মান্না দে - ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে

মান্না দে - কতদিন দেখিনি তোমায়

মিনা কার্টুনের সেই নস্টালজিক গান - আমি বাবা মায়ের শত আদরের মেয়ে

মনিটর ব্যান্ড - ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই

মহীনের ঘোড়াগুলি - পৃথিবীটা নাকি ছোট হতে হতে

মৌসুমী ভৌমিক - বপ্ন দেখব বলে (আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে)

মিতালী মুখার্জী ও ভুপিন্দর সিং - যে টুকু সময় তুমি

মুজিব পরদেশী - আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

মাইলস - তুমি নাই













রবীন্দ্র সংগীত - আমার সকল দুঃখের প্রদীপ

রবীন্দ্র সংগীত - কৃষ্ণকলি (কালো? তা সে যতই কালো হোক)

রবীন্দ্র সংগীত - সেদিন দুজনে দুলেছিনু বনে ( গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া)

রবীন্দ্র সংগীত - মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে

রবীন্দ্র সংগীত - তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

রবীন্দ্র সংগীত - মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি

রবীন্দ্র সংগীত - আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ

রবীন্দ্র সংগীত (অপ্‌সরা আপির অসাম কন্ঠে গানটি শুনুন) - ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

রবীন্দ্র সংগীত - ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা

রবীন্দ্র সংগীত - নয়ন তোমারে পায় না দেখিতে



রাধারমণ দত্ত পুরোকায়েস্ত - আজ পাশা খেলবো রে শ্যাম

রুনা লায়লা - প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে - রুনা লায়লা

রুনা লায়লা - যখন আমি থাকবো নাকো

আগুন ও রুনা লায়লা - একাত্তুরের মা জননী

রেনেসাঁ - আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে











লালন গীতি - জাত গেল জাত গেল বলে

লাকি আখন্দ - এই নীল মনিহার

লাকি আখন্দ - আমায় ডেকো না ফেরানো যাবে না

লতা মুঙ্গেশকর - কত যে কথা ছিল কত যে ছিল গান











শাহ্‌ আব্দুল করিম - আগে কি সুন্দর দিন কাটাইতাম



শচীন দেব বর্মণ - তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি

শচীন দেব বর্মন - তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল

শচীন দেব বর্মন - ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

শেখ ইশতিয়াক - ভাগ্যের ডাক্তার ভাগ্যটা দেখে বলে

শুভ্রদেব - এ মন আমার পাথর তো নয়

শাহনাজ রহমতুল্লাহ - একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

শহীদ, শুভমিতা ব্যাণার্জী - এক জীবন (তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়)







সৈয়দ আব্দুল হাদী - জন্ম থেকে জ্বলছি মাগো

সৈয়দ আব্দুল হাদী - চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

সৈয়দ আব্দুল হাদী - চোক্ষের নজর এমনি কইরা

সানী জুবায়ের - আজ আমার মন ভালো নেই

সোলস - চায়ের কাপে পরিচয় তোমার সাথে











হেমন্ত মুখোপাধ্যায় - রানার (রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে)

হেমন্ত মুখোপাধ্যায় - মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

হেমন্ত মুখোপাধ্যায় - ওলির ও কথা শুনে বকুল হাসে



হায়দার হোসেন - আমি ফাইসা গেছি

হাসান - হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা (এ্যালবামঃ দেখা হবে বন্ধু)

হাবিব ও ন্যান্সি - দ্বিধা (বাহির বলে দূরে থাকুক)









A Step You Can't Take Back - Keira Knightley

মন্তব্য ৬৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫০

রামন বলেছেন:
২ শত পোস্ট পূর্তির উপলক্ষে শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

লিরিকস বলেছেন: ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ২০০শ তম পোস্টের শুভেচ্ছা দিতে পারছি না। খারাপ লাগছে খুব তুমি থাকবেনা শুনে।


আমার ব্লগ বাড়িতে যাও। দেখো একটা নতুন ফেসবুক একাউন্টের লিঙ্ক আছে। সেটাতে নক করো। মেইল আইডি বা ফোন নম্বর যাই চাও না কেন, ওই আইডিতে নক করে চেয়ে নিও। আমি তোমার ফেসবুক আইডিটা খুঁজে পাচ্ছি না আপি, তাই তোমাকে মেসেজ দিতে পারছি না।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

লিরিকস বলেছেন: https://www.facebook.com/songs.lyrics.52

আমার টা,

দ্রুতো এ্যাড করো প্লিজ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২০০ তম পোষ্টের শুভেচ্ছা জানাবার প্রিপারেশন নিচ্ছিলাম। সেটাই শেষ পোষ্ট হবে নাকি? জেনে খুব খারাপ লাগলো। ফিরে আসুন নতুন কোন দূর্দান্ত পোষ্ট নিয়ে । ভালো থাকবেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

লিরিকস বলেছেন: ৩০০ পোস্টের শুভেচ্ছা দেবার জন্য রেডি হন আপি :)

অনেক ভালো লাগা।

একটু বিরতি, পাশ তো করতে হবে, শুভেচ্ছা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার প্রতি সকল সহ ব্লগারদের তিলে তিলে গড়ে উঠা ভালবাস টুকু নষ্ট করে দেয়ার অধিকার আপনার নেই।


আপনার প্রস্তান মেনে নিতে পারছি না, পরীক্ষা এবং আপনপার অনাগত আগামীর জন্য শুভ কামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

লিরিকস বলেছেন: আমি আপনাকে গত সপ্তাহ থেকেই মিস করছি।

লিখেছিও কোথাও কোথাও।


আপনি আমাকে তুমি করে বলবেন।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১২

সোহেল মাহমুদ বলেছেন: ২০০তম পোস্টের শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভকামনা জানবেন সবসময়

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

সময় পেলে আপনার ব্লগ বাড়ি ঘুরে আসব।


ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

নিলু বলেছেন: আরও এগিয়ে যান এই কামনায়

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

সময় পেলে আপনার ব্লগ বাড়ি ঘুরে আসব।


ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: ২০০তম পোস্টের জন্য অভিনন্দন।
ছন্দপতনের পর ফিরে না আসলে আজ হয়তো ২০০তম পোস্ট আর দেয়া হতো। ফিরে আসার জন্য সাধুবাদ জানাই।
নূতন বছরে নূতন নূতন গান নিয়ে আসবেন এটাই প্রত্যাশা। নূতন বছরের জন্য অনেক শুভ কামনা রইলো। এতোগুলো গানের লিংক দেয়া পোস্টটা যদি প্রিয়তে না নেই, অবিবেচকের মতো কাজ হবে। তাই প্রিয়তে তুলে রাখলাম। ধন্যবাদ লিরিকস। ভালো থাকবেন। হয়তো নূতন বছরে আবার দেখা হবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

হয়তো নূতন বছরে আবার দেখা হবে।


ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

আমিনুর রহমান বলেছেন:


প্রিয় লিরিকস,

তোমার শ্রদ্ধেয় ব্লগার টা আমিই সেটা সবাইকে জানাতে আমার দ্বিধা নেই বরং গর্ব করেই বলতে পারি। কারো শ্রদ্ধার পাত্র হওয়া ভীষণ ভালো লাগার আর সেক্ষেত্রে যদি হয় প্রিয় একজন ব্লগার ও বোনের তাহলে তা আরো বেশী ভালো লাগার। আমি সাধারণত অযথা ক্যাচাল করতে পছন্দ করি না। ঝি কে মেরে বউ কে বুঝানো ব্যাপারটা ঠিক সেই অর্থে মনে তোমাকে বুঝানো হয়নি তুমি যেভাবে বুঝেছো। ঝি বলতে আপন কাউকে বুঝিয়েছে। আর যদি কিছু বলতে হয় তাহলে আপনদেরই আমার বলার অধিকার আছে। অন্য কাউকে বলতে আমি চাইও না। ঘটনাটা ছিলো নির্বাচিত পাতা নিয়ে। আমি তোমার একটা পোষ্ট শেয়ার দিয়ে বলেছিলাম নিয়মিত একটা গানের লিঙ্ক দিয়ে একটা পোষ্ট কেনো নিয়মিত নির্বাচিত পাতায় যায় কিভাবে? এবং গানগুলো অবশ্যই মান সম্মত ছিলো তাই বলে কি তা নির্বাচিত পাতায় যাবার মতো ? তাহলে যদি আমি একটা করে প্রতিদিন কবিতা ও তার আবৃত্তি দিয়ে নিয়মিত পোষ্ট দিতে থাকি সেটা কি নির্বাচিত পাতায় যাবে? যাবে হয়ত কিন্তু যাওয়া উচিত নয় আমার মতে। কেননা একটা গানের জন্য হয়ত একটা গুরুত্বপুর্ন পোষ্ট তা স্পেস হারাচ্ছিল তখন নিয়মিত। ব্লগার ভালো বা খারাপ কিংবা পোষ্ট ভালো বা খারাপ নিয়ে প্রশ্ন ছিলো না আমার প্রশ্ন ছিলো গুরুত্ব নিয়ে। এবার আরো বলি সেইসময় নিয়মিত কিছু পোষ্ট নির্বাচিত পাতায় যেতো তা হলো অনলাইন থেকে শুধু হরেক রকমের ছবি দিয়ে পোষ্ট। যেখানে ছিলো না কোন তথ্যও। তুমি নিজেই এবার বিবেচনা করো।

আর সবচেয়ে বড় যে বিষয় নিজের বোনের কেউ খারাপ চায় না, সমালোচনা খারাপের জন্য নয় তার ভালোর জন্যই করেছিলো তোমার ভাই। অন্য কেউ যদি এই ধরনের সমালোচনা করতো তাহলে হয়ত আরো খারাপ ভাবেই তুমি নিতে।


ভালো মতো ফিরে আসো আবার। অসংখ্য শুভ কামনা।


২০০ তম পোষ্টের অভিনন্দন। পোষ্ট প্রিয়তে ও অবশ্যই এত্তগুলো প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

লিরিকস বলেছেন: কোন অভিযোগ করছি না তো কারো প্রতি, পূর্ণ শ্রদ্ধা রয়েছে, আমি ওখানে বলছি হটাৎ কষ্ট পাওয়ার অনুভূতি টা। আমার ঘরের লোকই তো আমার সাথে কথা বলেনি।

আমি জানি আপনি আমার পাশে আছেন সব সময়।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

আবু শাকিল বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

মাঝে মাঝে আপনার ব্লগে এসে গান শুনতাম।
যদি ও গান গুলো হার্ডডিস্কে ছিল কিন্তু বাজানো হত না।কিন্তু আপনার ব্লগ বাড়িতে এসে গানগুলো প্লে করতাম।

মিছ করব :)

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ২০০ তম পোষ্টে শুভেচ্ছা @লিরিকস।

ব্যাস্ততা শেষে আবার নিয়মিত হবে এই আশাই করি।

আপনার 'ছন্দপতনের' সময় আমি ছিলাম না ব্লগে। এখন দেখলাম।
যাই হোক, আমার মতে ব্লগিং করুন নিজের অবসর সময় কাটানোর জন্য বা আনন্দের জন্য। আনন্দে আনন্দে যদি ভালো কিছু হয়ে যায় মন্দ কি! কিন্তু এসব ব্লগ পলিটিক্স, ঝি বৌ ইত্যাদিতে সময় বা মনোযোগ না দিয়ে নিজের মতো ব্লগিং করে যাবার অনুরোধ রইল।

অনেক অনেক শুভকামনা রইল। নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা :)

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: ঠিক আছে, পড়াশোনায় মন দাও । আবার যখন ফ্রি হবে, ঠিক চলে এসো । তোমাকে ব্লগে মিস করব ।


পোস্ট সাথে করে নিয়ে গেলাম । ভালো থেকো আপু ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার ব্লগিং অভিজ্ঞতা খুব বেশি বছরের নয়। মাত্র তিন বছর। তাও সেটা মাত্র গত দুই দিন হলো তিন বছরে পা দিয়েছে। এর আগে দীর্ঘ দেড় বছর ব্লগে ছিলাম কোন নিক ছাড়া। শুধু ব্লগ পড়ার জন্যই আসতাম। তাই ব্লগ সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত। তবে লিরিকস তোর পোস্টের যে দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ট্যাগ লাইন। এর ফলে যা হয় সেটা সামুর জন্য খুব চমৎকার একটা কাজ হয়।

আমরা অনেক সময় অনেক গান মনে করতে পারিনা শুধু শিল্পীর নাম জানি, আবার অনেক গান জানি কিন্তু শিল্পীর নাম জানিনা, কিংবা গানের কথা ও সুর সম্পর্কে জানতে আগ্রহী হই; আর এই জানার আগ্রহ থেকে সার্চ দেই গুগলে। আর এই গুগলে সার্চ দেয়ার ফলে এখন সামু ব্লগের লিংক আসে। লিংক আসে তোর ব্লগের। এতে কি সামুর প্রচারণা বাড়ে না ? এতে কি সামুর হিট বাড়েনা ?

যাই হোক; নির্বাচনী পাতায় তোর পোস্ট যাওয়ার যোগ্য; কি না যোগ্য; সেইটা ভেবে দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। একসময় খুব চিল্লা চিল্লি করছি এই নিয়া। কর্তৃপক্ষের পক্ষে-বিপক্ষে অনেক কথাই বলেছি। কিন্তু তাতে কি বিশেষ কোন লাভ হয়েছে ? এখনও কি অবস্থার তেমন কোন উন্নতি হয়েছে ? যে বউকে শিক্ষা দেয়া হলো, সেই বউয়ের কি বিশেষ কোন উন্নতি হয়েছে ? কিংবা আসলেই ঝি বউয়ের সম্পর্কের কিছু হয় কিনা সেটাও ভেবে দেখার একটা বিষয় ?

নির্বাচনী পাতায় কারও পোস্ট স্থান পেলে সেটা অবশ্যই সেই ব্লগারের দোষ নয়; যে তার ব্লগে যেয়ে বলতে হবে। এতে করে এই ভাবার কোন অবকাশ নেই যে সে অপমানিত বোধ করবে না। অন্তত আমি হলে খুব অপমান বোধ করতাম। এই ধরনের পোস্ট আদৌ কি নির্বাচনী পাতায় যাওয়ার যোগ্য কিংবা কোন ক্যাচালীয় পোস্ট কি নির্বাচনী পাতায় যাওয়ার যোগ্যতা রাখে কিনা সেই বিষয়ে আসলে আমি মনে করি কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলাই ভাল। অনেক সময় এমন কিছু পোস্ট নির্বাচনী পাতায় নেয়া হয়, যে দেখে মনে হবে উক্ত ব্লগারকে নির্যাতন করার জন্যই বুঝি সেটা করা হয়েছে।

যাই হোক অনেক কথা বলে ফেললাম। আবেগে কাইন্দালাওয়ার মতো একটা অবস্থা দাঁড়ায় গেছে। বইন তুই ফিরবি, কি না ফিরবি সেইটা তোর ইচ্ছা। সাথে থাকলে খুব ভাল লাগত। যেখানেই থাকস ভাল থাকিস এইটা কামনা করি। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





লিরিকস.... আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন......

পড়াশুনা শেষ করুন সফলভাবে! :)

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




পোস্ট প্রিয় তালিকায়! ;)

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগল। প্রিয়তে নিয়ে রাখলাম। আমার জন্য নতুন বছরের উপহার হয়ে থাকল।

আপনার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন:



অপুর্ণ রায়হান তোমার ব্লগ পলিটিক্স কথাটা ভালো লাগেনি শুনতে আমার। যেহেতু সেই সময় তুমি ছিলে না তাই আমার মনে হয় তোমার সে বিষয় নিয়ে কথা না বলাটাই শোভনীয় হতো। আপনার ঐ পোষ্টটা একটু উঠিয়ে দিয়েন আমার সেখানে কিছু কথা বলার ছিলো।


কান্ডারি অথর্ব, আপনার বুদ্ধি আপনার কাছে। আপনার বোধ নিয়ে আমার বলার কিছু নাই। বিনয়ের মানে আপনা্র কাছে দুর্বলতা মনে হয়। আপনার মনে হয় সেই পোষ্টে আমার কমেন্ট দেখেন নাই। আমি অত্যন্ত সরি বলেই সেখানেই কমেন্ট করেছিলাম। আপনার কি আমার সরি বলা মেকি মনে হয়???? আমি ব্লগে যা বাস্তবে ও তাই আমার চেহারা চৌদ্দখানা না। নির্বাচনী পাতা নিয়ে কিছু হবে কিনা হবে সেটা ভেবে কিছু করবো না চুপ করে থাকবো। কাউকে সরাসরি বলাটা দোষ কিন্তু মাল্টি দিয়ে বলাতে দোষ নাই কি বলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।



অপুর্ন এবং কান্ডারি আপনাদের সাথে হয়ত এতোগুলো কথা বলতাম না। যেহেতু আমি কমেন্ট বলে এসেছিলাম আমি সেই লোক এবং তার ব্যাখ্যাও দিয়েছি, তারপর আপনাদের ব্লগ পলিটিক্সের কথাটা শুনে চুপ থাকতে পারলাম না। ভালো থাকুন।




সরি বোন, আমি ক্যাচাল করতে চাইনি তাই প্রথমেই সেই বিশয়ে কথা বলে এসেছিলাম এবং ব্যাখ্যা দিয়ে এসেছিলাম। ভালো থেকো। আমি এখানে আর আসছি না। সবাই ভালো থাকুক।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: লিরিক্স অভিনন্দন আপনাকে ।২০০ টি পোস্ট হয়ে গেছে আপনার । ওটা বেড়ে ২০০০ হোক। আর পরীক্ষা ?আমার আগামী পরশু পরী্ক্ষা ! হারিয়ে যাবেন না যেন । সামান্য ফুসরত মিললে অন্তত কয়েকটি কমেন্ট করে হলেও ব্লগের সঙ্গে থাকুন । আর ভাল থাকবেন সব সময় । :)

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


@ আমিনুর রহমান ভাই,

আপনাকে অনেক শ্রদ্ধা করি ভাই। খুব কম মানুষ আছে পৃথিবীতে যাদের শ্রদ্ধা করা যায়। সেই শ্রদ্ধার স্থানেই আপনি থাকবেন সব সময় ভাই। আপনাকে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে জানি। এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য আপনাকে খুব ভাল লাগে। দোয়া করি সেই নিরপেক্ষতা যেন কখনও প্রহসনে রূপলাভ না করে। অনেক ভাল থাকুন এবং সুস্থ থাকুন ভাই আপনি।



১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: @আমিনুর ভাই,
ব্লগে যে কয়জন মানুষকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আপনি সেই তালিকার শীর্ষে। নিঃসন্দেহে। দেশের বাইরে থাকা অবস্থায় আমার কোন ব্লগারের সাথে প্রথম কথা হয় বা সবচেয়ে বেশী কথা হয়, সে হলেন আপনি। দেশে ফেরার পরে কোন ব্লগারের সাথে প্রথম দেখা করি সে আপনি। তাছাড়া মানুষ হিসেবে আপনার মানবিক গুণগুলো আমাকে বরাবরই মগ্ধ করে। সে কারনেই আপনার অবস্থানটা আমার কাছে সবসময়ই একটু আলাদা। স্পেশাল।

তবে দুঃখভারাক্রান্ত হয়ে লক্ষ্য করছি, আপনি আমাকে ভুল বুঝছেন এখানে।
আমি আপনাকে ইন্ডিকেট করে কিছু বলি নি। তবে বিনীতভাবে বলছি, ব্লগে কোন বিষয় যদি দৃশ্যমান হয়, আগে হোক পরে হোক, এরকম অনেক আগের পোষ্টের উদাহারন বা রেফারেন্স আমরা প্রতিদিনই ব্লগে দেই, তাহলে সেটা নিয়ে ব্লগারদের আলোচনা বা মতামত দেওয়া কেন শোভনীয় বা শোভনীয় নয়, তা আমি বুঝতে অপারগ হলাম ভাই। আমি অনেক সময়ই অনেক কথা সোজা সাপ্টা বলি বলে হয়তো অনেকে আমাকে ভুল বুঝেন। কিন্তু আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে সংবাদপত্রের ভাষায় বলতে পারি না তা তো আপনি জানেন ই! তারপরেও বলি, যে বিষয়টির উল্লেখ করলেন তা নিয়ে আমি কিছুই বলি নি, বলার যৌক্তিকতাও দেখি না। লিরিকসকে বুঝাতে গিয়ে ব্লগ পলিটিক্স ও তারই উল্লেখিত ঝি বৌ শব্দ দুটি পোষ্টের প্রাসঙ্গিকতায় চলে এসেছে। হয়তো সে কারনেই ভুল বোঝাবুঝিটা হয়েছে। সেজন্য দুঃখিত।

আমি ব্লগে বিভিন্ন সময়ে সামগ্রিকভাবে ঘটে যাওয়া ও ঘটমান ব্লগ পলিটিক্স এর কথা বলেছি।
ব্লগ পলিটিক্স শব্দটা শুনতে খারাপ লাগলেও, সেটা তো অবাস্তব কিছু নয়। এটা তো স্বীকার করবেন নিশ্চয়ই। আমার চেয়ে আপনি সেটা ভালো জানেন।


তাছাড়া , কান্ডারি ভাই কি বলেছেন না বলেছেন তা আমি ফলো করছি না। কান্ডারি তো মনে হয় ব্লগ পলিটিক্স শব্দটি পর্যন্ত ব্যাবহারও করেন নি। তাই আমাকে তার সাথে জুড়ে উত্তর দেওয়ায় কিছুটা মন খারাপ হল ভাই। তার মন্তব্যের সাথে আমার মতামতের কোন যোগসূত্র নেই।

আমার কাছে ব্লগ ও এর সকল ব্লগাররা একটি অভিন্ন পরিবার। এখানে কেউ মন খারাপ করলে তাকে সান্তনা দেই, উৎসাহ দেই। তাতে অন্য কেউ ভুল বুঝলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আমি মানুষকে সম্মান করতে জানি। কিন্তু আমারওতো আত্মসম্মানবোধ আছে। তাছাড়া, আমি শান্তিপ্রিয় মানুষ, শুধুমাত্র ছাগু ব্যাতিত কোন ব্লগারের সাথে আজ পর্যন্ত রুঢ় আচরণ করেছি বলে কেউ বলতে পারবে না।

আপনিও ভালো থাকবেন সবসময়। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল :)

---------------------------------------------------------------------


@লিরিকসঃ, দুঃখ প্রকশ করছি আপনার কাছেও আন্তরিকভাবে, অনাকাঙ্ক্ষিত এই মন্তব্য করায়! অনেক শুভকামনা :)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

লিরিকস বলেছেন: দুঃখ প্রকাশ করবার কিছু নাই এখনে। আমার কোন ক্যাচালে আপনার কোন ভুমিকা নাই এটা আমি এখনে বলে গেলাম। সো তো কে কি বল্ল সেটা নিয়ে মাথা ঘামাবেন না।

অন্য কোন বিষয় নিয়ে হলে আমার জানার কথা নয়।

আমার যতদূর মনে পড়ছে আপনি সেদিন আমিন ভাইয়ের খুব প্রসংশা করছিলেন। তার প্রতি আপনার শ্রদ্ধা বোধ আমাকে মুগ্ধ করেছিল, আশা করি একই শ্রদ্ধা বোধ থাকবে সব সময়।

শুভেচ্ছা।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: অজস্র শুভকামনা রইলো আপনার কাজের জন্যে।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:



অপুর্ন
ভালোবাসাটা যেখানে বেশি সেখানে রাগ অভিমানও বেশি থাকে। সরি দুঃখ দিতে চাইনি। এই প্রসঙ্গগুলো বাদ দাও।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: আমিন ভাই, ছোট ভাই'র মন ভালো হতে বড় ভাই'র কাছে থেকে 'ভালোবাসা ও রাগ অভিমানের' যে কথাটা বলেছেন, সেটুকুই পর্যাপ্তের চেয়েও বেশী কিছু :) সরি বলে আমাকে লজ্জিত করবেন না ভ্রাতা। বরঞ্চ আপনি আমার কোন আচরনে ব্যাথিত হয়ে থাকলে সরি ভাই।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: ২০০ তম পোষ্টে শুভেচ্ছা ও শুভকামনা

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলা গানের কথা বা লিরিক্স সংরক্ষনে আপনি ব্লগে একটি সতন্ত্র ধারা প্রতিষ্ঠা করেছেন যা ব্লগের কন্টেন্টকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে। ব্যক্তিগতভাবে আপনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

আপনার পরীক্ষা জনিত কারনে আমাদের সাথে থাকতে পারছেন না, নিশ্চয় যারা আপনার নিয়মিত পাঠক ছিলেন, তারা আপনার অভাব অনুভব করবেন। আপনার প্রতি অনেক শুভেচ্ছা রইল। আশা করি পরীক্ষা শেষে আবার নিয়মিত হবেন। :)




২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

আমি ইহতিব বলেছেন: আপনার চলে যাওয়ার খবর জানার পর আপনাকে ২০০তম পোস্টে অভিনন্দন জানাতে পারছিনা । কিছু মনে করবেন না আমার এমন "চলে যাচ্ছি" জাতীয় পোস্ট দেখলে কেন যেন রাগ হয় খুব। বিশেষ করে তা যদি হয় কারো উপর রাগ বা অভিমানের কারনে। ব্যক্তিগত প্রয়োজনে পোস্ট না দেয়ার সময় না হতে পারে তবে শুধু কমেন্টস করেও সহব্লগারদের মাঝে থাকতে পারেন। প্রিয় এই প্ল্যাটফর্মে প্রিয় কোন ব্লগারের চলে যাওয়া মেনে নিতে পারিনা তাই কথাগুলো বললাম। কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।

নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

কলমের কালি শেষ বলেছেন: বোমম !! ডাবল সেঞ্চুরী !!... অভিনন্দন !!.. ;) B-) B-)

ব্রেকে যাবেন শুনে খারাপ লাগলো । যেভাবে থাকুন ভালো থাকুন এবং আমাদের মাঝে দ্রুত ফিরে আসুন ।

শুভ কামনা রইল । :)

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: ২০০ তম পোষ্টের শুভেচ্ছা রইলো।

অাপনার ব্যস্ততা (পড়াশুনা) কাঁটিয়ে অাবার সামুতে ফিরে এসে-অামাদের নতুন সব গানের কথা উপহার দিবেন, সেই প্রত্যাশাই রইলো।

অাপনি অাজ সারাদিন ব্লগে থাকবেন, রাতে থাকবেন না !! ;)

রাতে থাকুন, কিছুক্ষণ অাড্ডা দেওয়া যাবে।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

পাজল্‌ড ডক বলেছেন: প্রফে ভালো ভাবে ৫ টাতেই পাস করে যান,তারপর দেখবেন এইসব দু:খ আর থাকবে না। বেস্ট অফ লাক :)

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

আলম দীপ্র বলেছেন: ২০০ তম পোস্টের অসংখ্য শুভেচ্ছা আর অভিনন্দন ।
আমাদের মাঝে ফিরে আসুন ! আমি নতুন বিধায় আপনাকে কখনও নিয়মিত পাই নি ! :(
ফিরে আসুন!
অনেক শুভকামনা !
আর পোস্ট সেইরাম হইসে !

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪১

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টের কমেন্টটা তোলা থাকল। যখন আবার নিয়মিত হয়ে ব্লগে ফেরত আসবেন তখন কমেন্ট করব।

হ্যাপি নিউ ইয়ার।

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

মামুন রশিদ বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা আপু !:#P



পোস্টের সংখ্যা দুইহাজার ছাড়িয়ে যাক..

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

নুরএমডিচৌধূরী বলেছেন: ২০০ তম পোষ্টে শুভেচ্ছা ও শুভকামনা
পোষ্টে
অসম্ভব ভাললাগা
জানিয়ে গেলাম

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

তুষার কাব্য বলেছেন: প্রথমেই ২০০ তম পোষ্টের শুভেচ্ছা রইলো ।

একটা কথা না বলে পারছিনা চলে যাওয়া মানেই যেন বিদায় না হয়...
এখানে তোমার দেওয়া ১৯৭ টা গানের অন্তত ১৫০ গান আছে আমার প্রিয়র তালিকায়...তোমার বিভিন্ন পোস্টে আমি সেটা বলেও এসেছি ।তুমি নিজেও সেটা জানো ।তাহলে চলে গেলে কিভাবে হবে ? :D আমার পোস্টে একটা করে গান দিয়ে যেও... :)
আমরা,আমি চাই আবার তুমি ফিরে আসো পরীক্ষার পর...অনেক শুভকামনা ভাইয়া,নতুন বছর আনন্দে কাটুক...

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পেইজ নট ফাউন্ড বলছে তো ফেবু লিঙ্কটা। :(

আমারটা দিয়ে গেলাম। যদি কখনো দেখো, প্লিজ এড করো।

https://www.facebook.com/Loner077

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

জাফরুল মবীন বলেছেন: ফিরে এসেই প্রত্যাশিতভাবেই হারালাম :(

খুব খারাপ লাগবে।তারপরেও কারণটি খুবই বাস্তবসম্মত হওয়ায় কিছুই বলার নেই।

যেখানেই থাকুক লিরিকস অনেক অনেক ভাল থাকুক;আপন আলোয় উদ্ভাসিত হোক-এ কামনা করি।

পোস্ট নিজ গুণেই প্রিয়তে।

HAPPY NEW YEAR :)

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:





+++++++++++



৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

শাহ আজিজ বলেছেন: লিরিকস , আবারো ফিরে এসো আমাদের সেবায়।

ভিন্ন ভিন্ন প্রকরন থাকলে একটি পরিপূর্ণ ফোরামের সৃষ্টি হয়। যদিও আমি ইউ টিউবের মেম্বার তারপরেও তোমার দেওয়া সুত্র ধরে নতুন বিচরন। নতুন সংযোজন আর বড় কথা হচ্ছে ব্যাস্ত জীবনে মনে করিয়ে দেবার মতো যোগ্যতা। সব ধন্যবাদ ওটার জন্যেই ।।

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

তূর্য হাসান বলেছেন: কমেন্টস করতে ইচ্ছে করছে না। প্রিয় কেউ দূরে চলে গেলে ভালো লাগে না।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

মহান অতন্দ্র বলেছেন: ২০০তম পোস্টের শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাস্ততা শেষে আবার নিয়মিত হবেন এই আশা করছি। ভাল থাকবেন ।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

এহসান সাবির বলেছেন: প্রিয়তে :)

৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার ফেবু এ্যকাউন্ট বন্ধ কেন?

৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: আপনার গান নিয়ে উদ্যোগটা পছন্দ হয়েছে। আশাকরি সব কিছু ভুলে আপনার উদ্দেশ্যকে(স্বপ্ন) বাস্তবায়ন করবেন।

৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

একলা ফড়িং বলেছেন: ২০০তম পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন। পরীক্ষার ব্যস্ততা শেষ করে জলদি আবার ফিরে আসুন আমাদের মাঝে। পোস্টে প্লাস এবং প্রিয়তে।

৪৪| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: কেমন চলছে আপনার পড়া লেখা ???

৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: কৈ গেলেন?

৪৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যস্ততা কি এখনো শেষ হয় নি ।

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

রুদ্র জাহেদ বলেছেন: বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।।
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-
পড়া।।
প্রাণে গান নাই মিছে তাই – রবীঠাকুর মুর্তি
গড়া..
তোমার ঐ দেহাতী গান, তোমার ঐ দেহাতী
গান
দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে,
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও
তুমি
কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর
কিনার
ফাক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের
ডাকে
দেশে গিয়া এমন সুরে হয়ত ডাকো
কোলকাতাকে
ফিরে এসে উদাম খাটো, ফিরে এসে উদাম
খাটো
গায় গতরে ব্যস্ত হাতে
মজুরীতে ভাগ বসাচ্ছে কারা তোমার
কোলকাতাতে
তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশরিয়া.....
বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়....

দারুণ পোস্ট।প্রিয়তে নিয়ে রাখলাম++++++++++++

৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

বিজন রয় বলেছেন: অসাম পোস্ট। নতুন পোস্ট দিচ্ছেন না কেন এরকম?

৪৯| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:১৪

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

৫০| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অ্যামাটার বলেছেন: প্রিয় লিরিকস, একটা গান খুজছি, দিতে পারবেন? অডিও বা ভিডিও; একটা হলেই হল। ইউটিউবে পাইনি।

জয় শাহারিয়ারের, আকাশে মেঘের ঘুড়ি তোমায় দিলাম, রাত জাগা জোনাকি তোমায় দিলাম/ইচ্ছেরই যত রং তোমায় দিলাম/সোডিয়াম ছায়া এ শহর তোমায় দিলা্ম/.।.।.।.।.। এই গানটা।

৫১| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

৫২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
সেইযে কবে গেলেন আর আসলেন না ফিরে । আপনার এই লিরিকস গুলো খুব মিস করি।

ফিরে আসুন। ফিরে আসুন নতুন পোস্ট নিয়ে। কোন অনবদ্য গানের লিরিকস নিয়ে।

যেখানে থাকুন ভাল থাকবেন। এই আশা রাখি।

৫৩| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ফিরছেন কবে ? অনেক দিন তো হল। ব্যস্ততা কি শেষ হয় নি ?

৫৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ফিরার সময় কি হলো ?

৫৫| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: ২০০তম পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গেলাম। পোস্ট 'প্রিয়' তালিকায় তুলে রাখলাম।
ছয়মাস কিংবা এক বছরের কথা বলে সেই যে গেলেন! দশ বছর ধরেও আর কোন টু শব্দটি পর্যন্ত নেই!
গত দু'দিনে অনেক পুরনো ব্লগার ব্লগে ফিরে এসেছেন, একটি ব্লগ-সাক্ষাৎকারে ব্লগ মডারেটর কাল্পনিক_ভালোবাসা কর্তৃক দেয়া আগামী যে কোন দিনে ব্লগের 'ফাইনাল পোস্ট'টি এসে যেতে পারে, এমন সতর্কবাণী শোনার পর। আপনি অপু তানভীর এর সেই পোস্টে গেলেই দেখতে পাবেন কারা কারা ফিরে এসেছেন এবং মন্তব্য করেছেন।
আপনিও দ্রুত ফিরে আসুন নতুন নতুন গানের ডালি ও লিরিক্স নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.