![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কিন্তু অজুহাত শুনবোনা
সেই নীল শাড়ি , কাঁচের চুড়ি আর সূর্য রাঙা টিপ চাই
আজ উদাস হবো , অস্থির অনুভবে ।
তোমার আঙ্গুলের ভাজে আমার আঙ্গুল ডুবিয়ে
চোখে চোখে বৃষ্টির খেলা দেখবো ।
জোনাকির আলো গায়ে মেখে মাতাল সন্ধায়
গুন গুনিয়ে বেসুরো গলায় গান শোনাবো ।
আজ অজুহাত মানবোনা
আজ কেবল উদ্দেশ্য হীন ঊরে ঊরে ঘুরে বেড়াবো ।
দখিনা বাতাস গায়ে মেখে সবুজ ঘাসে শয্যা পাতবো দুজন ।
আজ কোন অজুহাত নয় । আজ কেবল ভালোবাসার দিন ।
আজ তোমার আমার প্রথম দেখার ১ম বছর পূর্তির দিন !
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
বোকা মানবী বলেছেন: আজ কোন অজুহাত নয় । আজ কেবল ভালোবাসার দিন ।
আজ তোমার আমার প্রথম দেখার ১ম বছর পূর্তির দিন !
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++++++