![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বই আমার ভাবনা
নিজ লেখা নিজ সন্তানেরমত ।।সেই ছোটবেলা থেকে লিখছি। যত্নে লালন করেছি বুকের মধ্যে গোপন প্রেমের মত মিষ্টি অনুভুতি । কখনো আলোর মুখ দেখেছে -কখন থেকেছে ডাইরির ভাঁজে ভাঁজে - প্রনয় মাল্য হয়ে ।
আর যখন আমার বইটা প্রথম আমার হাতে এলো -আমি পাগলের মত নাকের কাছে ধরে চোখ মুদে গন্ধ নিলাম প্রান ভরে । আমার বই - আমার সন্তান । আহা ! তোকে আমি একটু একটু করে জীবন দিয়েছি - বুকের গভির থেকে ভাবের রসে সিক্ত করেছি।
আমার বইএর নাম একলা আমি মেঘের কাছে যাবো ...।।
আমরা দুবোন - অসম্ভব মিল আমাদের । জন্মদিনটি ও এক। লেখালেখি করি বড় বোন শিমুল সুলতানা ও আমি বাবার উৎসাহে । গত বই মেলায় আপুর বই বের হলেও আমার প্রথম । একটু ভয় ছিল কিভাবে সবাই গ্রহন করে ! নন্দিতা প্রকাশনি থেকে আশার আলো পেল স্বপ্নেরা ।চারু পিনটুর প্রচ্ছদ । প্রচ্ছদ দেখে যে কেউ বইটি থেকে চোখ ফেরাতে পারবে না ।অসাধারন অনুভুতি!
আমি মুগ্ধ !৩২- ৩৩ নম্বর স্টলে প্রথম ও ২য় দিনে সরবোচ্চ বিক্রি হল ।আমি অটোগ্রাফ দিলাম অনেক বইতে । চোখে পানি এসে গেল । আনন্দের অশ্রু ,ভাল লাগার অশ্রু ! আমি লিখতে চাই - সবার ভালবাসা আমাকে আর ও সামনে এগিয়ে নিয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
বোকা মানবী বলেছেন: ফটোগ্রাফ সহ হলে আমি কিনবো...