![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল থেকে ফিরেই আর পাওয়া যেতো না আমাকে, পড়িমরি করে ছুটতাম খেলার মাঠে।
বুনো ফুল, ঘাস মারিএ, লজ্জাবতির ঘুম ভাঙিয়ে শুধু ছোটাছুটি ...।
দুপুরে না ঘুমালে মা খুব মারতেন । মা যখন প্রচণ্ড মারতো , মুখপোড়া বোনটা তখন শুধু হাসত।
মার নাহয় খেলামই, তাই বোলে অমন কোরে হাঁসতে হয় ? রাগে আমার পিত্তি জ্বলে যেতো !।। মনে মনে ভাবতাম, আর যদি ওর জন্য চালতার আচার, কাঁচা তেঁতুল এনেছি তো আমি একটা হনূমান !
মায়ের আঁচলের খূট থেকে পয়সা চুড়ি কোরে ১ টাকা দামের আচার কিনে খেতাম। এটা জানতে পারলেই আপা এসে মাকে বোলে দিতো । আমার মা এর পয়সা দিয়ে আমি আচার না খাই, কেরোসিন খাই তাতে তোর কী ?
আমার অশান্তিতে অনেকে তাদের পেয়ারা গাছের নিচে কাঁটা গাছ ঘেরাও দিতেন । কচি / পাকা কোন পেয়ারা আমার হাত থেকে রেহাই পেতোনা। কাঁটা সরিয়ে পেয়ারা গাছে উঠতে গিয়ে কতো যে হাত পা কেটে রক্তাক্ত হয়েছে তাঁর কোনো হিসেব নেই । পাশের বাড়ির কারো গাছে ছোট কাঁঠাল এর মুচি ছিলো আমার খুব প্রিয় । কতো যে বকুনি খেয়েছি এই মুচি আর পেয়ারা খাবার জন্য ! এখনো সেই দিন গুলি খুব মনে পড়ে । হায়রে কৈশোর কাল !! আমার প্রিয় সেই কৈশোর !! আহা ! কতোকাল পার করে এসেছি এখনো ভুলতে পারিনা ।
©somewhere in net ltd.