![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকণ্ঠ তৃষ্ণা চোখে নিয়ে ..
এলো কেশে হেঁটে বেড়াই
অনাথের মতো পৃথিবীর বুকে !
ওই যে সেদিন আমার চোখ ছুয়ে বলেছিলে
এই যে দ্যাখো আমি তোমারই থাকবো / বদলাবোনা একটুও ।
তারপর চিবুক ছুয়ে বলেছিলে
কি ভীষণ রকম ভালোবাসায় মাতাবে আমায় !!
জানো তো ! তুমি এসে আলতো করে ...
কপালের ছড়ানো চুল গুলো সরাবে বলে
কি নিদারুন অপেক্ষায় থেকেছি আমি !!
কতো যে না বলা কথা রেখে দিয়েছি ..
কবিতার খাতায় মলাটের ভাঁজে ।
অথচ কি ভীষণ রকম একা করে দিয়ে..
তুমি সদর্পে হেঁটে গেলে আমার বুকের জমিন মাড়িয়ে .
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর !!!!
ভালো লাগলো।
++++