![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার বাঁশিওয়ালা ..
ভীষণ রকম ভালো থেকো,
সকাল সন্ধে ভালো থেকো ..
মনের মাঝে তুফান এলেও ভালো থেকো ।
ভালোবাসার ডুবসাঁতারে ভালো থেকো
প্রেমিক মনের হোলিখেলায় ভালো থেকো ।
সুখে অসুখে ভালো থেকো
রোদে ঝর বৃষ্টিতেও ভালো থেকো ।
আমায় না হয় ভুলেই যেও
তবু তুমি ভালো থেকো ।
ফিরে আসো আর নাইবা আসো
ভীষণ রকম ভালো থেকো ।
আমার সকল কষ্ট গুলো, নিয়ে তোমার বুক পকেটে ..
ইচ্ছে মতোন ভালো থেকো ।
আমার না হয় মন ভেঙ্গেছো ! প্রান ভেঙ্গেছো !
ভিজছে যদি চোখের পাতা ! ভিজুক না আরো !
একটি চাওয়া , ভীষণ রকম ভালো থেকো
©somewhere in net ltd.