![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে একবার অমন করে পাগলের মতো ভালোবাসো তাকে কি করে পায়ে ঠেলে দাও ? বুঝিনা !! আমি তো কাউকে ভালবাসলে অমন করে দূরে সরাতে পারিনা । দক্ষ অভিনয় শিখিনি বলে তোমাদের আসরে বড্ড বেমানান আমি । সকালে প্রেম প্রেম খেলা । বিকেলে ভার্চুয়াল লীলা !! আহা !! কেন যে শিখিনি ?? তোমাকে বড্ড ভালবেসে ফেলেছিলাম । বোধোদয় হবার পর দেখলাম , আমি তো ভুলের মধ্যেই হাবুডুবু খাচ্ছি । দূর ! মায়া না ছাই !! আমার জন্য তোমার চোখে যে মায়া আমি দেখেছিলাম ওখানেও ছিলো দারুন সব অভিনয় । যখন বুঝলাম তখন দম
আটকে যাচ্ছিলো । আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ।
তুমি এখন খোলা আকাশের নিশ্চিত পাখি হয়ে উড়ে বেড়াও । পাওয়া না পাওয়ার হিসেবের সব লেনদেন চুকিয়ে তোমাকে মুক্তি দিলাম । অযাচিত প্রেম প্রেম খেলা জানিনে বাপু !! তাই আমার এই আকুলতা কে কথা ধরে নিও । জানি একদিন যাকে *দেবী* বলে বুকে জড়িয়েছিলে আজ তাকে অবলীলায় ছুড়ে ফেলে দিতে দ্বিধা হয়না তোমার । না না কষ্ট পাচ্ছিনা । অবাক ও হচ্ছিনা । ওই যে বললাম , প্রেমের খেলা শিখিনী । আমার বুকের ভাজে ভাজে যে কান্নাগুলো আর হাহাকার গুলো লুকানো সেগুলো আমারই থাক ! ভয় নেই এই কান্নার জল তোমাকে ছোবেনা কোনদিন । এই হাহাকারের শব্দ গুলো বুক পকেটের খুচরো পয়সা ভেবে ফেলে দিও , পাছে ঝনঝন আওয়াজে তোমার অন্তর জ্বালা হয়। কষ্টের নীল লতায় পা জড়িয়ে যায় । হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাই , বুকের ভিতরে তিব্র এক যন্ত্রণা !! ভয় পেওনা , অভিশাপ দেবোনা ।। ভালো থেকো । তোমার ভালো থাকা টুকু অন্তত আমায় শান্তি দেবে । আমি যে মিথ্যে করে তোমায় ভালবাসিনি , একদিন হয়তো বুঝবে !
২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪
অদৃশ্য বলেছেন:
অস্থির মনের সমস্যা হলো তা সবসময়ই কনফিউশনে ফেলে দেয়...
ভালোবাসা প্রগাঢ় হবার জন্য সুস্থির মন প্রয়োজন...
লিখায় ভালোলাগা...
শুভকামনা...
৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
সহজ সাপটা বলেছেন: এমন ঘটনা বিরল নয় । আর ভালোবাসার দোষ নেই। শুধু মানুষ টা নির্বাচন টা ভুল ছিল। নিজ গুনে ক্ষমা করে দিন। অভিশাপ দিতে গেলেও তো কষ্ট পাবেন।আমার কিছু কথা আছে সম্পর্কের উপর। পড়ে দেখতে পারেন। শুভ কামনা
৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিভাবে পারে মানুষ?
৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: জানি একদিন যাকে *দেবী* বলে বুকে জড়িয়েছিলে আজ তাকে অবলীলায় ছুড়ে ফেলে দিতে দ্বিধা হয়না তোমার ।
কথাটা ভালো লাগল ।
৬| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: বুঝছি.......
৭| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩১
সোনাবালি'র আপন ভুবন বলেছেন: আমার জন্য তোমার চোখে যে মায়া আমি দেখেছিলাম ওখানেও ছিলো দারুন সব অভিনয় । যখন বুঝলাম তখন দম
আটকে যাচ্ছিলো । আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ।
৮| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আদার ব্যাপারি বলেছেন: 'দেবী' নয় 'পাখি' বলে টেনে নিয়েছিলাম একজনকে বুকের মাঝে। কিন্তু হায় কপাল। নিজের ভুলেই হারিয়ে ফেলেছি.........
৯| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার বতর্মান সময়টা অনুভব করতে পারছি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
রাইসুল সাগর বলেছেন: আইচ্চা আফা দিয়েন না।
মজা করলাম। সিরিয়াস লিখাটা ভালা হইছে।