| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকুরি না পাইয়া ভালগার(সুশীলরা ব্লগার পড়িবেন) ছ্রাজু(ছরাজু) খুবই হতাশায় দিনাতিপাত করছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার দ্রুন(দরুন) তিনি আরও ফাঁসিয়া গিয়াছেন। তিনি একটি অখ্যাত বেসরকারী বিশ্ববিদ্যালয় হইতে মারাত্মক কৃতিত্বের সাথে ইইই পাশ করিয়াছেন অতি কুরুচিপূর্ন ছিঃগি পি এ লইয়া। ইতিমধ্যে তিনি ১০ টা ইন্টারভ্যু দিয়েছেন চিটাগং হইতে ধাক্কা ( ঢাকা) গিয়া এবং কোনো এক আজব কারণে ইন্টারভ্যু মোটামুটি ভাল হওয়া সত্ত্বেও একটাও চাকুরি হয় নাই।কামের কাম যা হইয়াছে তাহার অতি কষাতে সঞ্চিত টিউশনির সকল অর্থ শেষ হইয়া গিয়াছে। ধাক্কা ( ঢাকা) গেলেই পকেত হইতে ২০০০/- টাকা পুচুত করিয়া খসিয়া পড়ে।পুরোমাস খেটে পাওয়া টিউশনির অর্থের এহেন জলাঞ্জলী যে বুকের কোথায় যাইয়া বিঁধে তাহা বেকার মাত্রই জ্ঞাত।অবস্থা এমন চাকুরি পাইতে হইলে ধাক্কায় ( ঢাকা) গিয়া বসবাস করিতে হইবে, কারন চাকুরির অবস্থান যেইখানেই হউক না কেন ,ধাক্কায় ( ঢাকা) গিয়াই ইন্টারভ্যু দিতে হয়। সরকারী চাকুরির জন্য আবেদন করতে গেলে তো কথাই নাই , প্রতিটা আবেদনের প্রেক্ষিতে ৫০০-১০০০/- করিয়া টাকা জলে ফেলিয়া দিতে হয়। কথা হইল এইরূপ চলিতে থাকিলে বেকারদের প্রথমে লাখপতি/ কোটিপতি হইতে হইবে তারপর তাহারা চাকুরির যোগ্যতা অর্জন করিবে। এই দুষ্টচক্রের শেষ কোথায়? সম্মানিত জ্ঞানী ব্লগারদের কাছে জানতে চাই .।.।.।.।.।।
পুনশ্চঃ ছরাজু এক্ষনে কি করিতে পারে সেই উপদেশ দিলেও বাধিত থাকিব।
পুনঃপুনশ্চঃ ছরাজুর মাথা ঠিক নাই।ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
আবারোঃ এই লেখা যে পড়বেন কেউ অন্তত আমিন না লিখে যাবেন না।অন্যথায় যারা বেকার আছেন তারা আজীবন বেকার থাকবেন আর যারা আকার আছেন তারা অতিসত্বর আজীবনের জন্য বেকার হইবেন।
![]()
২|
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
চাকুরী খুজুন, সাথে সাথে নিজ চেস্টায় ডাটাবেজ, ওয়েভ ডিজাইন ইত্যাদিতে কিছুটা সময় দেন।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৭
ছরাজু বলেছেন: সর্বচেষ্টাই বিফলতায় পর্যবসিত হইয়াছে গাজী ভাই.।।
![]()
৩|
২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
এই আমি রবীন বলেছেন: এই দুষ্ট চক্রের শেষ হইবেনা। বরং আমরা ওইয়ের ডিবি দেখে মুগ্ধ হয়ে সারা দেশে উইয়ের ডিবি দিয়ে ভরিয়ে দিব, এই ভরসা।
সবাই অভিজ্ঞতা চায়, বেকাররা এত অভিজ্ঞতা কোথায় পায়?
"বেকারদের প্রথমে লাখপতি/ কোটিপতি হইতে হইবে তারপর তাহারা চাকুরির যোগ্যতা অর্জন করিবে। "
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৩
ছরাজু বলেছেন: "এই দুষ্ট চক্রের শেষ হইবেনা। বরং আমরা ওইয়ের ডিবি দেখে মুগ্ধ হয়ে সারা দেশে উইয়ের ডিবি দিয়ে ভরিয়ে দিব, এই ভরসা।"
সহমত
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
চাকুরী খুজুন, সাথে সাথে নিজ চেস্টায় ডাটাবেজ, ওয়েভ ডিজাইন ইত্যাদিতে কিছুটা সময় দেন।