নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা ।

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা ।

সোর্বিয়ের

সেই সন্ধ্যার আলোহীন রাস্তাটা কোনোদিন জ্বলেনি কালও জ্বলেনি আজ জ্বলবে ! তুমি আসছো, তুমি আসবে ! ফেসবুক: আপেল মাহমুদ

সোর্বিয়ের › বিস্তারিত পোস্টঃ

একদিন আমি মরে যাবো

১০ ই মে, ২০১২ রাত ১:১১





একদিন আমি মরে যাবো।

তারপর মরে গিয়ে একরাশ ভারী ভারী কান্না

তারপর নীল ঐ আকাশটা নীল ই রবে,

বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেবে কচুরীপানা

আর সব ফুলগুলো।



একদিন আমি মরে যাবো।

তারপর আর সব মুখগুলো আর সব সুখগুলো

ভেড়ার লোমের মত কোঁকরানো,

তারপর সূর্য্যরে খরতাপে পিঁপড়েরা ঐ দূরে

তারপর নীল চোখে প্রিয়তমা

তারপর ভালোবেসে ভুলে যাবে।



একদিন আমি মরে যাবো।

তারপর সব রাতে তারাগুলো জ্বলজ্বলে

আর সব মেঘ গুলো ভেসে যাবে

দূর থেকে হাত নেড়ে কাছে এসে

তারপর চাঁদটাও আমাকে ভুলে যাবে।



একদিন আমি মরে যাবো।

তারপর দিন শেষে রাস্তায় পরিচিত মুখগুলো

আর সব পরিচিত রিকশা

তারপর নিভে যাওয়া সন্ধ্যার আঙিনায়

আর সব মাঠ-ঘাট প্রান্তরে।



একদিন আমি মরে যাবো।

তারপর আর কোনো মিছিলে বা আড্ডায়

তারপর বন্ধুরা হাততালি মুখরিত,

আর সব সুখমাখা সময়ে

তারপর আমি যেন থাকবোনা।



একদিন আমি মরে যাবো।

তারপর একদিন পাখি হয়ে

তারপর একদিন নীড় ছেড়ে তুমিও

সব সুখ ফেলে দিয়ে মাটিতে

তারপর একদিন মরে যাবে।



একদিন আমি মরে যাবো।

তারপর ঘাসফুল, কাশফুল ফুটবে

তারপর আর কোনো পৃথিবীর বুক জুড়ে

আর সব গ্রহগুলো সময়েই

আর সব জীবীতরা আমাদের ভুলে যাবে।



একদিন সবাই মরে যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১২ রাত ১:১৫

মুঠোকাব্যর কবি বলেছেন: ওয়াও !

২| ১০ ই মে, ২০১২ রাত ১:৩৪

শোশমিতা বলেছেন: একদিন সবাই মরে যাবে ....

৩| ১০ ই মে, ২০১২ রাত ১:৪১

সমানুপাতিক বলেছেন: একদিন আমরা সবাই মরে যাবো...


দুঃখ কইরেন না হুদাই ...

৪| ১০ ই মে, ২০১২ রাত ১:৫০

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ :-/ :-/

৫| ১০ ই মে, ২০১২ রাত ২:১৬

ঈষাম বলেছেন: মরতে তো হপেই!

৬| ১০ ই মে, ২০১২ রাত ২:৩৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: :( দেখে নিও একদিন ঠিক মরে যাবো
সব ভুলের শেষ দেখে
আমি হারিয়ে যাবো কোন এক ভুলের দেশে
কেউ আমায় খুঁজো না
আমি ফিরে আসবো কোন এক সন্ধায়
হয়তো কুয়াশা বা জোছনায়
মরে যাবার দেশের আমি
একবার দেখতে তোমাদের । একটু ছুঁয়ে দিও তখন।

৭| ১০ ই মে, ২০১২ রাত ২:৫৮

জেমস বন্ড বলেছেন: একদিন সবাই মরে যাবো
সপ্ন গুলি উড়িয়ে দিয়ে যাব :( :(
একদিন আমি ও মরে যাব

৮| ১১ ই মে, ২০১২ বিকাল ৩:৫৪

মাহমুদা সোনিয়া বলেছেন: বাহ, খুব সুন্দর তো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.