নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এম শরফুদ্দিন

শরফুিদদন

শরফুদ্দিন

শরফুিদদন › বিস্তারিত পোস্টঃ

ধরম এবং যুদ্ধ অপরাধী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

এম এম শরফুদ্দিন

হাদিসে আছে -যার হাত ও জিহ্বা হতে অনন মুসলমান নিরাপদ নয়, সে বেহেস্তে প্রবেশ করবে না।উল্লেখিত হাদিস থেকে যারা যুদ্ধ অপরাধীদের বাচানোর চেষ্টা করতে গিয়ে সাধারণ মানুষকে হত্তা, সাধরণ মানুষের জীবন-যাপনে অনিষ্ট করা এমনকি বাবসা প্রতিষ্ঠানে, সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানে হামলা করা ইত্তাদি বিষয়ে কি শিক্ষা পায়। হাদিসে আরো আছে-অন্নায়ভাবে কাউকে হত্তা করা অনুচিত। যারা অন্নায়ভাবে মানুষহত্তা করে তারা কি নবী করিম (সঃ)-এর বাণি মান্ন করেছে? আজ যাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে তারা কি শুধু মানুষই হত্তা করেছে? না। তারা মানুষ হত্তার পাশা-পাশি অমানবিক নিযর্াতন করেছেন, যা আমরা বিভিন্ন সুত্র মতে জানত পারি। তাই আমার প্রশ্ন রইল সেই সব ঞ্জানি-গূনি জনের প্রতি যারা আজ অপরাধীদের বাচাতে গিয়ে সাধারণ মানুষসহ জাতীয় মুল্লবান সম্পদের ক্ষতি করা কোন ধরমে বিদ্দমান?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.