![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
6. ভালবাসার উদ্দেশ্যটা
পারিব কি জানিতে?
মনের মিলন ঘটিয়ে
বুকের কাছে আনিতে।
7. চোখের ভাষায় তুমি
সব দিলে বলে
টাকা শেষ হয়ে গেলে
যেওনা আমায় ভুলে।
8. ছেলের চাইতে মানি ব্যাগের
স্বাস্থ্য অনেক বেশি
তাইতো আমি ছেলেটাকে
এতো ভালোবাসি।
9. শোন ময়না প্রিয়ে
আসলাম দুঃখ নিয়ে
ঠিক আমার বিয়ে,
হায়রে মফিজ মিয়া
শোন মন দিয়া
আমায় চল নিয়া।
10. হাসি তুমি এইভাবে
করবে কত ছলনা
খোসির নিকট গেলে চলে
দোষ আমায় দিওনা।
............চলবে
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: হে … হে… হে ভাল হয়েছে
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
হোসেন মালিক বলেছেন: আগের ছড়াগুলো কই?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২০
শরফুিদদন বলেছেন: হোসেন মানিককে বলছি... প্রতি দিন ব্লগ দেখলে আমার লেখার ধারবাহিকতা পাবে কারন আমি প্রতি দিন 3 থেকে 5 টি অনুকাব্য লেখে থাকি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
দেবজ্যোতিকাজল বলেছেন: হে … হে… হে
ভাল হয়েছে 