![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
57. ফেব্রূয়ারির চৌদ্দ তারিখ
যখন পড়ে মনে
একটু একটু ভালবাসা
জাগে সবার মনে।
চৌদ্দ তারিখ বিকাল বেলা
প্রেম নিয়ে করব খেলা।
58. প্রেম খেলার পড়ছে ডাক
প্রেমিক প্রেমিকা জাগরে জাগ
প্রেমিক প্রেমিকা চায় কি
কোলাকুলি আর গলাগলি,
সামনে প্রেমের দুর্দিন
সবাই মিলে প্রেম দিন,
প্রেমের শেষ ইতি কথা
প্রেম করলে পাবে ছ্যাঁকা।
59. কবুতর করে প্রেম
চালের উপর বসে
মানুষে করে প্রেম
পাশাপাশি বসে।
এই যুগে সেই প্রেম
থাকে হাসি খুশি
যেই প্রেমে দেখা যাবে
অশ্লীলতা বেশি।
©somewhere in net ltd.