নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মেয়ের সহজ কথন

কয়লা ধুলে ময়লা যায় না। তাই কয়লাকে পুড়তে দিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সরল মেয়ে

সহজ, সরল আর সাধারণ একজন মানুষ।

সরল মেয়ে › বিস্তারিত পোস্টঃ

ফেবু প্রেম

২৭ শে মে, ২০১৪ রাত ৯:১৫

কে মেরেছে? কে ধরেছে?

কে দিয়েছে বকা ?

ফেইসবুকেতে প্রেম করেছো,

তাই খেয়েছো ধোঁকা?

এক ক্লিকেই এড করেছো,

দুই ক্লিকেই তুমি,

তিন ক্লিকেই মন দিয়েছো,

এখন কেন গাল ফুলিয়ে,

ভাত খাওনি শুনি?

চার ক্লিকেই দিয়েছো ছবি,

পাঁচ ক্লিকেই "জান ",

ছয় ক্লিকেই বউ ডেকেছে,

তাই করেছো প্রাণ?

এখন কেন দিনে-রাতে,

সস্তা প্রেমের বস্তা টেনে,

হও মেয়ে অজ্ঞান?

সাত ক্লিকেই থ্রেট করেছে,

আট ক্লিকেই আড়ি,

নয় ক্লিকেই ব্লক করেছে,

পাঠিয়েছে বাপের বাড়ি?

বাকি ছিল একটা ক্লিক,

তবে হত দশ,

তবেই হত শাদী তোমার,

হয়ে যেতে খুশ,

তবেই তুমি খেয়েছিলে,

কঠিন একটা ঢুস!

ভাগ্যিস তুমি ধরনি মাউস,

করোনি ক্লিক দশ,

বেঁচে গিয়েছো ফাঁদ থেকে তুমি,

করতে গিয়ে ধ্বস,

এখন তুমি একটু হাসো,

একটু করো গান,

মনটাকে শক্ত করে,

বাস্তবে দাও ধ্যান!!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:০৬

ভারসাম্য বলেছেন: :D

২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬

আহসানের ব্লগ বলেছেন: পোস্ট পড়লাম ।
সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগে পড়ুন মন্তব্য করুণ আর ভাল থাকুন । :)

৩| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সরল মেয়ে বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ । @আহসানের ব্লগিং

৪| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আহসানের ব্লগ বলেছেন: আপনাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.