![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শেখ মুজিবুর রহমান নামটির ভাষা আরবি।
বাংলা একাডেমি পারলে নামটি পরিবর্তন করুন?"
শেখঃ
শেখ বা শাইখ আরবি শব্দ। এটি একটি সম্মানসূচক আরবি পদবী। এটি সাধারণত কোনো গোত্রের শাসকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শাসক তার পিতার পর এই পদবি প্রাপ্ত হন। রাজপরিবারের পুরুষদের জন্মের পর এই পদবি দেয়ার প্রচলন রয়েছেন। বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের সাধারন পদবি হিসেবে ও ব্যবহৃত হয়ে থাকে। অনুরূপভাবে নারীদের ক্ষেত্রে “শাইখা” পদবি ব্যবহৃত হয়।
মুজিবঃ
মুজিব আরবি শব্দ যার অর্থ উত্তর বা সারা।
রহমানঃ
রহমান আরবি শব্দ যার অর্থ করুণাময়, দয়ালু।
©somewhere in net ltd.