নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কনফেশন

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৪


প্রিয় জান্নাত,
পুষ্পে প্রজাপতির ন্যায় আমি তোমাতে বিচরণ করতে চাই।
হিমগিরি নয় আমি তোমার হিয়ার মাঝে লুকিয়ে থাকা মনটা জয় করতে চায়। তুমি প্রিয় আমার নেত্রদ্বয়ে লেপ্টে থেকো কাজল বেশে। আমি পরমাদরে তোমায় দেখবো অনুক্ষণ।

তুমি কী জানো প্রিয়? তোমার হাস্যজ্জ্বল বদনখানা দেখতে এ হৃৎ মোর প্রায়শই ব্যকুল থাকে! ক্যান্টিনের বারান্দাতে "ডিসকাউ" উপমাদ্বয় ছবিখানাতে তোমায় বেশ মানায় সখি। তোমার ঐ ছবির মোহে আমি বিমোহিত প্রিয় জান্নাত।

কোনো এক গোধূলী লগ্নে তোমার ঐ কেশকলাপের অন্তিম ভাগে কাঠ গোলাপ গুঁজে দেওয়ার প্রবল ইচ্ছা জাগে আমার, রোজ সন্ধিক্ষণে। কিন্তু সে ইচ্ছা যে পূরণ হয় না প্রিয় সখি। তোমার অনুজ্ঞার ফটকে আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি।

আমি জানি, তুমি এখন এই লেখাটা পড়ছো। মনে মনে হাসছো নিশ্চয়ই। হয়তো বলছো, পাগল ছেলেটা কী সব হাবিজাবি লেখে রোজ।
আমি নিভৃতে যতনে শুধু তোমাকেই ভাবি প্রিয় জান্নাত। তোমার আলিঙ্গনে আমি হবো এক প্রণয়-দ্বীপ। যে দ্বীপে তুমি হবে মোর প্রীতি সঙ্গী। তোমাতে প্রসক্ত আমি জান্নাত।

লেখনির অন্তে তোমাকে এই রক্তিম অপরাহ্নের কৃত্রিম পরোক্ষ শুভেচ্ছা জানাই। অসংখ্য ভালোবাসা প্রিয় সখি।
.
কবি সাপ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: সাপ আমি খুব ভয় পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.