![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের তারিখ "০২/০২/২০২০"
কী চমৎকার! এতদিন শুধু প্যালিন্ড্রোম কাব্যই দেখে এসেছি। সাথে লিখেছিও দুইটা।
আর আজ প্যালিন্ড্রোম সংখ্যা দেখলাম। ভাবতেই অবাক লাগছে সংখ্যাতেও প্যালিন্ড্রোম হয়!
প্যালিন্ড্রোম- "কাব্যের ক্ষেত্রে একটা কাব্যকে সোজাসুজি পড়লে যে অর্থ আসে। উল্টো দিক থেকে পড়লেও সেই একই অর্থ আসে।"
যেমন: থাক 'না শোনা' কথা,
কোথায় থাকো?
আর সংখ্যার উদাহরণটা উপরেই দেওয়া আছে।
--- শ্রাবণ আহমেদ
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১
শ্রাবণ আহমেদ বলেছেন: তা অবশ্য ভুল বলেননি। একটা প্যালিন্ড্রোম কাব্যের চার লাইন লেখার জন্য আমি প্রায় তিন ঘণ্টা ব্যয় করেছিলাম।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
ভাল বিষয় নজরে এনেছেনতো!
তারখিটা সকালে লেখার সময় বেশ অন্যরকম লাগছিল!
আপনার বিশ্লেষনে অনুভুত হলো
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ এবং ভালবাসা প্রিয়। আপনার মতো আমিও সকালে তারিখ লেখার সময় বিষয়টা লক্ষ করি। তার মনে হলো, আরে! এ তো দেখি প্যালিন্ড্রোম সংখ্যা!
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ‘কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী'- এই শব্দ টি এখনও পর্যন্ত সবচেয়ে বড় palindrome বাংলা ভাষায়!!
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২
শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ, এটাও পড়েছি। তবে এর থেকে বড় কাব্য আমিও দেখিনি।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
খাঁজা বাবা বলেছেন: প্যালিন্ড্রোম কাব্য?
জানতাম না তো!
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৩
শ্রাবণ আহমেদ বলেছেন: আমি ঠিক জানতাম না। এই তো মাস চারেক আগে জেনেছি।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০
নেওয়াজ আলি বলেছেন: ,বেশ
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব আমার মাথায় কুলাবে না। খুব কষ্টের কাজ।