![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধের পাখি উড়িলো
শ্রাবণ আহমেদ
.
সাধের পাখি উড়িলো।
সোনার খাঁচা রাইখা পাখি শূন্যে উড়িলো।
পাখির যতনে না ছিল কম,
খাঁচার বুঝি ছিল ভ্রম।
সুখ খুঁজিতে গেল পাখি পথে দাঁড়াইলো।
অমৃতে না ছিল স্বাদ,
ছিল বুঝি দারুণ খাদ।
নতুন জলে প্রাণ ভরিতে গাঙে ভাসিলো।
চটেছিল খাঁচার রঙ,
খাঁচায় ধরেছিল জং।
রঙের দেশে গেল পাখি গৃহ ছাড়িলো।
.
জুলাই ২০২০ [] গীতিকাব্য
পাবনা সদর, পাবনা
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।