![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যারিসন রোডে কার বাস ছিল যেন?
ও হ্যাঁ ব্যোমকেশ বক্সী?
হুটহাট করে আজ তার কথা কেন?
বলি শোনো মন দিয়ে
চিলে গেছে কান নিয়ে
কার কান জানো?
অজিতের কান নিয়ে
চিলে করে টানাটানি।
লেখা তার গেল সব
কলমের হানাহানি।
চিন্তায় দিন যায় অজিতের ঘুম নাই।
শর দ্যা চলে গেছে ব্যোমকেশ মরে নাই।
.
ব্যোমকেশ [] শ্রাবণ আহমেদ
অক্টোবর ২০২০
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩০
শ্রাবণ আহমেদ বলেছেন: আমারও অনেক প্রিয়।
২| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: বাহ্ দারুণ উপস্থাপন
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩০
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩
মিজভী বাপ্পা বলেছেন: ভাই বোমকেশের প্রতিটি সিরিজ, মুভি দেখেছি। অনবদ্য আর মনমুগ্ধোকর একেকটা কাহিনী। আসলেই কালজয়ী
২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩১
শ্রাবণ আহমেদ বলেছেন: ঠিক এজন্যই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
ব্যোমকেশ আমার এতই ভালো লাগে সব গুলো বই পড়ে ফেলেছি। মুভি গুলো দেখেছি।